অঘ্রায়ণে বিয়ের মরশুম। পাহাড়ে বিয়ে হল মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়েরও। আর তা নিয়েও সমালোচনা শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এই বিষয় নিয়ে তাঁকে প্রবল খোঁচা দিলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “বিয়ে পাগলা হয়ে গিয়েছে। কাউকে বিয়ে করতে দেখলেই বলছেন, আমিও করব, আমিও করব, আমিও করব!”

এরপরেই প্রবল ব্যঙ্গ করে কুণাল (Kunal Ghosh) বলেন, ”অধিকারী প্রাইভেট লিমিটেডকে বলব ওর বিয়ে দিন। যাই ঘটুক না কেন, ওর জন্য অবিলম্বে পাত্রী দেখুন। বিয়ে করতে পারবে না বলে ও এই বয়সে বিয়ে পাগলা হয়ে গিয়েছে। কেউ বিয়ে করতে যাচ্ছে শুনলেই…” এরপরেই মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশের বিয়ের প্রসঙ্গ টেনে তৃণমূল মুখপাত্র বলেন, ”আরে মুখ্যমন্ত্রী গিয়েছেন তাঁর ভাইপোর বিয়েতে। তাছাড়া আরও কর্মসূচি রয়েছে তাঁর। আর শুভেন্দু কারও বিয়ে দেখলেই ওরা বিয়ে করতে যাচ্ছে আমিও করব, আমিও করব, আমিও করব করছে। বাড়ির লোককে বলব, এখন তবু শীতকাল আছে গরম হলে আরও সমস্যা বাড়বে!”
