Saturday, December 20, 2025

পিছতে পারে কণ্ঠস্বর পরীক্ষার প্রক্রিয়া! বুকে ব্য.থা নিয়ে SSKM-এর ICUতে সুজয়কৃষ্ণ

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujoy Krishna Bhadra) কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) পেতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। শুক্রবারই সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়েছিল ইডি। আর সেইমতো এদিন সাতসকালে জোকার ইএসআই হাসপাতাল (ESI Hospital) থেকে বিশেষ অ্যাম্বুলেন্স নিয়ে এসএসকেএমে (SSKM) পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কিন্তু এত তৎপরতা সত্ত্বেও লাভের লাভ কিছুই হল না বলে খবর। শুক্রবার সকালে এসএসকেএম হাসপাতালে পৌঁছে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সেখানে পৌঁছে তাঁরা জানতে পারেন সুজয়কৃষ্ণের বুকে নতুন করে ব্যথা শুরু হয়েছে। আর সেকারণেই বৃহস্পতিবার রাতে তাঁকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিইউতে (ICU) স্থানান্তরিত করা হয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী বর্তমানে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসএসকেএমের সহকারি সুপারের সঙ্গে কথা বলছেন ইডির আধিকারিকরা।

এর আগে গত বুধবারই সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার কথা জানতে ইডি দফতরে ডেকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালের সুপারকে। বিস্তারিত রিপোর্ট নিয়ে ইডির দ্বারস্থ হয়েছিলেন সুপারও। তবে হাসপাতালের তরফে ইডিকে জানানো হয়েছিল, মানসিক চাপে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। আর সেকারণেই তিনি গলার স্বরের নমুনা দিতে পারছেন না। আর এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের এমন দাবির সত্যতা যাচাই করতেই  শুক্রবার সাতসকালে সুজয়কৃষ্ণকে এসএসকেএম থেকে জোকার ইএসআই হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিলেন ইডি আধিকারিকরা। হাসপাতাল ফিট সার্টিফিকেট দিলেই তাঁর গলার স্বরের নমুনা সংগ্রহ করা যেত। তবে এই মুহূর্তে এসএসকেএমের বাইরে সুজয়কৃষ্ণের জন্য ৫জি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হলেও আদৌ এদিন সুজয়কৃষ্ণ ভদ্রকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে কী না তা এখনও স্পষ্ট নয়। তবে ইডি সূত্রে খবর, শীঘ্রই তাঁর গলার স্বরের নমুনা না পেলে হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন তাঁরা।

উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করতে হবে ইডিকে। আদালতের তরফে এই বিষয়ে কড়া নির্দেশ রয়েছে। সে কারণেই বাড়তি তৎপরতা বলে ইডি সূত্রের দাবি। এদিকে আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যে জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করেছে ইডি। ইডির তদন্তকারী অফিসারের নেতৃত্বে ইএসআই হাসপাতালে বিশেষ মেডিক্যাল বোর্ডে রয়েছেন হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। তবে অসুস্থতার কারণে গ্রেফতারের পর থেকে দীর্ঘসময় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র।

 

 

 

 

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...