Saturday, December 20, 2025

রাতের শহরে বেআইনি পার্কিংয়ে চাকায় কাঁটা নয়, এবার ফোনে যাবে জরিমানার মেসেজ

Date:

Share post:

রাতের শহরে যত্রতত্র বেআইনি পার্কিংয়ে রুখতে চাকায় কাঁটা লাগিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিতে এবার বদল হতে চলেছে। এখন থেকে পুরোটাই প্রযুক্তি নির্ভর। জরিমানার মেসেজ সরাসরি চলে যাবে সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইলে। চলতি ডিসেম্বর থেকেই এই প্রক্রিয়া চালু করতে চলেছে কলকাতা পুরসভা।

সকালের দিকে অবৈধ পার্কিং করলে অবশ্য প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা আগে থেকেই প্রয়োগ করে পুলিশ। কিন্তু রাতের বেলা বেআইনি পার্কিং আটকানোর দায়িত্ব পুরসভার। নিয়ম করে প্রতি সপ্তাহে পুরসভার পার্কিং বিভাগের অফিসাররা রাতের বেলায অভিযানে বের হন। বেআইনি পার্কিং দেখলেই তাঁরা গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে দেন। অথবা গাড়ি তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বেআইনি পার্কিং রুখতে এত ঝক্কি আর পোহাতে চাইছে না পুরসভা।

সূত্রের খবর, ‘কেএমসি এমপ্লয়িজ অ্যাপ’ নামে পুরসভার কর্মচারী ও আধিকারিকদের নিজস্ব একটি অ্যাপ রয়েছে। আধিকারিক ও কর্মীদের কে কবে কোথায় যাচ্ছেন, কতটা কাজ হচ্ছে, কী সমস্যা তৈরি হচ্ছে—এসব বিস্তারিত তথ্য ছবি ও নথি সহ ওই অ্যাপে তুলতে হয়। সেখানেই একটি নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। পুরসভার তথ্যপ্রযুক্তি এবং পার্কিং বিভাগের কর্তারা জানাচ্ছেন, অফিসাররা রাতের দিকে অভিযানে বের হন। তাঁদের কাছে শহরের বিভিন্ন রাস্তার কোথায় পার্কিংয়ের অনুমতি রয়েছে, সেই তালিকা থাকে। কোথাও বেআইনি পার্কিং হয়েছে বলে মনে হলে অনলাইনে সেই গাড়ির নম্বর দিয়ে দেখে নেওয়া যাবে, রাতের পার্কিংয়ের ওই গাড়ির অনুমোদন রয়েছে কি না। কলকাতা পুলিস এবং মোটর ভেহিকলসের সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে এই অ্যাপ। ফলে সংশ্লিষ্ট গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে সহজেই। বেআইনি পার্কিং হলে সেই গাড়ির মালিকের নম্বরে পৌঁছে যাবে মেসেজ। জরিমানার অঙ্ক ১০০০ টাকা। কোনও রাস্তা পুরসভার পার্কিংয়ের তালিকাভুক্ত না থাকলে সেখানে পার্কিং বেআইনি বলেই ধরা হবে।

আরও পড়ুন:লোকসভায় ঢোকার মুখে চেনা মেজাজে মহুয়া! সাংবাদিকদের প্রশ্নে ‘ইঙ্গিতপূর্ণ’ জবাব তৃণমূল সাংসদের

spot_img

Related articles

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাসনে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...