সামশেরগঞ্জের (Samserganj) পর এবার সুতি (Suti)। ফের মুর্শিদাবাদে (Murshidabad) বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জেরেই এলাকায় বোমাবাজির (Bombing) অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে সুতি থানা এলাকার কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের বালিয়াঘাটি অঞ্চলে দুই গোষ্ঠীর লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে একে অপরকে টেক্কা দিতে বোমাবাজি চলে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, এদিন ৫ থেকে ৬টা বোমা মারা হয়। এদিকে বোমার আঘাতে আহত হয়েছেন একজন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পাশাপাশি বোমাবাজির অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াঘাঁটি ফিডার ক্যানেলে ঘাট নিয়ে প্রথমে দু’পক্ষের বচসা হয়। তারপরেই শুরু হয় গন্ডগোল। বৃহস্পতিবার পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও শুক্রবার সকাল থেকে ফের এলাকায় শুরু হয় বোমাবাজি। চলে কয়েক রাউন্ড গুলিও। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এখনও থমথমে এলাকার পরিস্থিতি।