Thursday, August 28, 2025

ঝক্কির দিন শেষ! দিঘা-পুরী যেতে লাগবে হাতে গোনা সময়, বড় উদ্যোগ ডায়মন্ড হারবার পুরসভার

Date:

Share post:

ডায়মন্ড হারবার পুরসভার (Diamond Harbour Municipality) বিশেষ উদ্যোগ। ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য এবার বড় সুখবর। দিঘা (Digha) বা পুরী (Puri) যেতে আর বেশি সময় অপেক্ষা করতে হবে না পর্যটকদের (Tourists)। এবার একেবারে হাতের মুঠোয় দিঘা থেকে পুরী। ট্রেন, বাসের টিকিটের দিকে অধীর আগ্রহে বসে না থেকে এবার ইচ্ছে হলেই পৌঁছে যেতে পারবেন বাঙালির এই দুই প্রিয় ডেসটিনেশনে। কিন্তু ভাবছেন তো সেটা আবার কী করে সম্ভব? সূত্রের খবর, শীঘ্রই পিপিই মডেলে (PPE Model) ক্রুজ (Cruise) চালানোর পরিকল্পনা করা হয়েছে ডায়মন্ড হারবার পুরসভার পক্ষ থেকে। আর সেই উদ্যোগের ফলেই দিঘা থেকে পুরী পৌঁছে যাওয়া যাবে মাত্র সাড়ে চার ঘণ্টায়। আর এই খবর সামনে আসতেই খুশির জোয়ার পর্যটকদের মনে।

সূত্রের খবর, ডায়মন্ড হারবার পুরসভার তরফে খুব শীঘ্রই পিপিই মডেলে ক্রুজ চালানোর পরিকল্পনা করা হয়েছে। এর ফলে মাত্র দেড় ঘণ্টায় দিঘা এবং ছয় ঘণ্টায় পুরী পৌঁছনো যাবে। কলকাতার কাছেই এই রুট চালু হওয়ায় পর্যটকদের ঝক্কি একধাক্কায় অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে পুরসভার এই উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে এসেছে একটি সংস্থা। জানা যাচ্ছে, হুগলি নদী, সমুদ্র উপকূল দিয়ে এই ক্রুজ পৌঁছে যাবে দিঘা এবং পুরীতে। খুব শীঘ্রই এই উদ্যোগ চালু করার জন্য শুরু হবে ট্রায়াল রানও। ক্রুজটি ডায়মন্ড হারবার জেটি থেকে ছাড়ার পর প্রথমে গঙ্গাসাগরে যাবে। এরপর সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর পুরীর উদ্দেশে রওনা দেবে। এর ফলে একই যাত্রায় সাগরের কপিলমুনির আশ্রম ও পুরীর জগন্নাথ মন্দির দর্শন একসঙ্গে পাবেন পর্যটকরা। এই পথে ডায়মন্ড হারবার থেকে পুরী পৌঁছনোর জন্য সময় লাগবে ৬ ঘণ্টা।

পাশাপাশি দিঘা পৌঁছে যাওয়া যাবে মাত্র ১ ঘণ্টা ৩০ মিনিটে। আর মাত্র কয়েক দিনের প্রতীক্ষা। তারপরেই বাস্তবায়ন হবে এই পরিকল্পনার। এবার ক্রুজে জলপথে দিঘা ও পুরী ভ্রমণের সাধ পেতে চলেছে বাঙালি।

 

 

 

 

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...