Friday, May 9, 2025

মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা: কুণাল

Date:

Share post:

লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন মহুয়া মৈত্র। এরপরেই ইন্ডিয়া জোটের সাংসদরা বিক্ষোভ দেখাতে থাকেন।শুক্রবার এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনার ছবিটা স্পষ্ট। সমস্ত নিয়ম কানুন ভেঙে গা জোয়ারি করে খারিজ করা হল সাংসদ পদ। প্রতিবাদী কন্ঠ রোধ করার চেষ্টা। সম্পূর্ণ সংসদীয় রীতিনীতি ভেঙে এই কাজ করা হল। অভিযোগের হলফনামার যাচাই করা হল না।

কুণালের প্রশ্ন, এতে বিজেপি কি পেল? বিজেপি তো লোকসভায় হারবে।এদিন তিনি আরও বলেন, প্রমাণ না করে সাংসদ পদ কেড়ে নেওয়া হল। আজ বহিষ্কারের পরে একাধিক দল পাশে এসে দাঁড়িয়েছে। ইন্ডিয়া জোটের যোশ দেখা গেল। তৃণমূলের গর্জন দেখা গেল। বিজেপি নখ দাঁত বার করে লড়াই করছে। তৃণমূলের প্রতিবাদকে কেন্দ্র করেই সবাই একযোগে বিক্ষোভ দেখালেন। পরবর্তী বৈঠক থেকে এর প্রতিফলন হবে।

মহুয়ার সাংসদ পদ খারিজের পরে এদিন সংসদের ভবনের বাইরে গান্ধী মূর্তির সামনে জড়ো হন বিরোধী দলের সাংসদরা৷ সেখানে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধি। সেখানেই মহুয়া বলেন, ‘এথিক্স কমিটি বিরোধীদের কোণঠাসা করতে ব্যবহৃত হচ্ছে৷ কোনও নিয়মের ধার ধারা হয়নি৷ দু জনের ব্যক্তিগত বয়ানের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল৷ তাঁদের কাউকে আমি প্রশ্ন করার সুযোগ পেলাম না৷ আমি উপহার, টাকা নিয়েছি, এরকম কোনও প্রমাণ নেই৷ যে সাক্ষ্যের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল, সেগুলি পরস্পর বিরোধী৷ মহুয়া আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, কালকেই হয়তো আমার বাড়িতে সিবিআই আসবে৷

spot_img

Related articles

৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলা পাকিস্তানের: তথ্য প্রকাশ ভারতের

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আচমকাই পাক ড্রোন হামলায় ভারতের পশ্চিম প্রান্তের একাধিক শহরে আতঙ্ক ছড়ায়। ভারতীয় সেনার এয়ার ডিফেন্স...

জাতীয় শিক্ষানীতি মানতে রাজ্যকে বাধ্য করা যাবে না: সুপ্রিম নির্দেশে বাংলাকেই মান্যতা, দাবি ব্রাত্যর

সুপ্রিম কোর্ট রাজ্যকে জাতীয় শিক্ষানীতি (NEP 2020) বাস্তবায়নে বাধ্য করতে পারে না, স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। সেই...

ইস্টবেঙ্গলেই থাকছেন পিভি বিষ্ণু, ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা

সবকিছু ঠিকঠাক চললে আগামী দুবছর ইস্টবেঙ্গলেই(Eastbengal) থাকছেন পিভি বিষ্ণু(PV Bishnu)। কয়েকদিন আগেই বিষ্ণুর চলে যাওয়া নিয়ে একটা জল্পনা...

পুঞ্চে পরিস্থিতি উদ্বেগজনক: ত্রাণ শিবির ঘুরে বার্তা ওমর আবদুল্লার

জঙ্গি হামলার ক্ষত সবথেকে বেশি বুঝতে পারে জম্মু ও কাশ্মীরের মানুষই, বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা...