আগামিকাল থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু ভারতের। রবিবার ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। দলকে টি-২০ সিরিজে নেতৃত্বে দেবেন সূর্যকুমার যাদব। আর তার আগে শুক্রবার প্রথম অনুশীলনে নামে ভারতীয় ক্রিকেটাররা। ৩ ম্যাচের এই টি-২০ সিরিজ জয়ের লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে প্রথম ম্যাচে নামার আগে কোচ দ্রাবিড়ের কাছ থেকে বিশেষ পরামর্শ পেলেন রিঙ্কু সিং। এমনটাই জানালেন স্বয়ং রিঙ্কু নিজে।

অনুশীলনের শেষে রিঙ্কু বলেন,”এখানকার মনোরম আবহাওয়ার জন্য প্রথম অনুশীলন সেশন আমি খুব উপভোগ করেছি । রাহুল দ্রাবিড় স্যারের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি আমাকে বলেছেন যে, আমি যেন নিজের স্বাভাবিক খেলাটি খেলি এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখি। তিনি আমাকে বলেছেন ৫ অথবা ৬ নম্বর পজিশনেই ব্যাট করতে এবং নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে।”

এদিকে ভারতীয় পিচের তুলনায় অতিরিক্ত বাউন্স রয়েছে দক্ষিণ আফ্রিকার পিচে। আর সেই বাউন্সের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অতিরিক্ত পরিশ্রম করছেন বলে জানান রিঙ্কু। এই নিয়ে রিঙ্কু জানিয়েছেন,”আমি যখন এখানে অনুশীলন করলাম, দেখলাম ভারতীয় উইকেটের থেকে এখানকার পিচে অতিরিক্ত বাউন্স রয়েছে। এখানে বলের গতিও বেশি তাই আমি পেস বোলারদের বিরুদ্ধে অনুশীলন করছি।”

আরও পড়ুন:শ্রীসান্থের সঙ্গে ঝা.মেলার মাঝেই বিরাট বি.তর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর
