Friday, August 22, 2025

কীভাবে রাজ*পুত নেতা সুখদেব সিং গোগামেডিকে খু*ন, তথ্য প্রকাশ পুলিশের!

Date:

Share post:

করনি সেনা প্রধান সুখদেব সিং গোগামেডিকে (Rajput leader and Karni Sena chief Sukhdev Singh Gogamedi)খুনের ষড়যন্ত্র কীভাবে হয়েছিল তা নিয়ে এই বিস্তারিত তথ্য সামনে আনল পুলিশ (Police)। গত ৫ ডিসেম্বর রাজপুত নেতাকে তাঁর জয়পুরের (Jaipur)বাড়িতে গুলি করে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজ বলছে সেইসময় ঘটনাস্থলে ৪ জন ছিলেন। কথোপকথনের মাঝখানে, দুজন লোক চেয়ার থেকে উঠে রাজপুত নেতাকে গুলি করেন। গোগামেডিকে (Sukhdev Singh Gogamedi) হত্যার ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিলেন রাজস্থানের গ্যাংস্টার রোহিত গোদারা (Rohit Godara),যিনি কানাডায় থাকেন। পুলিশ বলছে গত বছরের পাঞ্জাবি গায়ক সিধু মুজ ওয়ালা হত্যার সাথে জড়িত গোল্ডি ব্রার এবং লরেন্স বিশনোই-এর গ্যাংয়ের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে জড়িত। সুখদেব সিং গোগামেডিকে হত্যার পরিকল্পনা বেশ কয়েক ধাপে কার্যকরী করা হয়েছিল বলে পুলিশের অনুমান।

জানা যায়, গোদারা লেফটেন্যান্ট বীরেন্দ্র চরণকে একজন শ্যুটার নিয়োগের দায়িত্ব দিয়েছিলেন। রাজস্থানের আজমিরের একটি কারাগারে ধর্ষণের মামলায় সাজা ভোগ করার সময় চরণ ও গোদারার দেখা হয়। গোদারা তদন্তকারীদের জানান যে, গোগামেডি তাঁকে মিথ্যে ধর্ষণের মামলায় ফাঁসিয়ে ছিলেন। তাই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তিনি, বলেই ধারণা পুলিশের। এক্ষেত্রে চরণ গোদারার এই প্রতিহিংসার সুযোগ নিয়ে গোগামেডিকে হত্যা করার জন্য প্ল্যানিং করেন। চরণ তার দ্বিতীয় শ্যুটার নিতিন ফৌজিকে জেলে পেয়েছিলেন। ফৌজি বিদেশে পাকাপাকি ভাবে থিতু হতে চেয়েছিলেন। এই সুযোগ চরণ কাজে লাগান এবং দুই বন্দুকধারীকে নিয়ে রাজপুত নেতাকে খুনের পরিকল্পনা করেন। পুলিশ বলছে, চরণ তাঁর নেটওয়ার্কের মাধ্যমে জয়পুরে দুই শ্যুটারের কাছে বন্দুক পাঠিয়ে দেন।কাজ শেষে দুজনে বন্দুকগুলোকে শহরের একটি হোটেলের কাছে পুঁতে দেন বলেই মনে করা হচ্ছে। পুলিশ সেই অস্ত্র উদ্ধারের কাজ করছে। প্রাথমিক তদন্তে গোদারা এবং গোগিমেডির মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের কারণ স্পষ্ট হয়। জাতিভিত্তিক সমীকরণের সমস্যার কথাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

spot_img

Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...