Friday, November 7, 2025

প্লাস্টিক বন্ধে কড়া মেয়র, এবার কোন শাস্তির পথে স্থানীয় হকার্স ইউনিয়ন

Date:

Share post:

ফুটপাথের ওপর ডাঁই করা ঝলমলে সামগ্রী। সারি সারি পসরা। আর তাকে ঘিরে উৎসাহী ক্রেতার ভিড়। এটাই বরাবর হাতিবাগান বা গড়িয়াহাটের মতো জায়গার চেনা ছবি। বর্তমান রাজ্য সরকারের আমলে শহর কলকাতার এই সিগনেচার ফুটপাতগুলি এখন অনেক সুশৃঙ্খল। বসেছে টিনের শেড। বেড়েছে নিরাপত্তা। কলকাতা পুরসভার (Calcutta Municipal Corporation) বারবার নজরদারিতে কমেছে প্লাস্টিকের ব্যবহার, রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থা। কিন্তু তারপরেও এতটুকু ঢিলেঢালা মনোভাব দেখাতে চান না মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাই এবার গড়িয়াহাটের হকারদের প্লাস্টিকের শিট নিয়ে ঢিলেঢালা মনোভাব বন্ধ করতে ‘শাস্তি’র পথে হাঁটতে চলেছে হকার্স ইউনিয়ন। প্লাস্টিক শিট ব্যবহার করলে ৫দিন ব্যবসা করতে দেওয়া হবে না।

গড়িয়াহাট হকার মার্কেট (Gariahat market) পরিদর্শনে যান বিধায়ক তথা টাউন ভেন্ডিং কমিটির কো-চেয়ারম্যান দেবাশিস কুমার। পুলিশকে নিয়ে পরিদর্শন সেরে ক্ষুব্ধ বিধায়ক। গড়িয়াহাট মার্কেটে এখনও দেদার ব্যবহার হচ্ছে প্লাস্টিক শিট। সবাই বোধহয় ভুলেই গিয়েছে ২০১৯ সালের জানুয়ারি মাসের সেই ভয়াবহ অগ্নিকাণ্ড। মার্কেটের স্টলের ত্রিপলই সেই আগুনকে জতুগৃহ বানিয়ে দিয়েছিল। তারপরেও হুঁশ ফেরেনি ব্যবসায়ীদের।

মেয়র ফিরহাদ হাকিমও গড়িয়াহাট মার্কেটের (Gariahat market) হকারদের উদাসীনতা নিয়ে উদ্বিগ্ন। বর্ষার জন্য ব্যবহার করা ত্রিপল কেন এখনও লাগানো, প্রশ্ন তোলেন তিনি। কলকাতা পুলিশকে (Kolkata Police) একহাত নিয়ে তাঁর বার্তা কোথাও প্লাস্টিকের ব্যবহার হলে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন না। পুরসভার পাশাপাশি পুলিশকেও মাঠে নেমে কাজ করার বার্তা দেন তিনি।

মঙ্গলবারের পরিদর্শনের পর খুলে দেওয়া হয় সব ত্রিপল। দেবাশিস কুমার জানান, প্লাস্টিক ব্যবহার করলে শাস্তি দেওয়ার আলাদা কোনও আইন নেই। তবে গড়িয়াহাট ইন্দিরা হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক দেবরাজ ঘোষের দাবি, এরপর কেউ ত্রিপল ব্যবহার করলে তাদের পাঁচদিন ব্যবসা করতে দেওয়া হবে না, এমনই সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন।

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...