Wednesday, August 27, 2025

সংসদে হানাদার: কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ৮ নিরাপত্তা আধিকারিক

Date:

Share post:

বজ্র আঁটুনি ফস্কা গেরো। বুধবার সংসদের অন্দরে যে ঘটনা ঘটেছে তাতে এটাই বলছে গোটা দেশ। সাংসদদের নিরাপত্তা নেই সংসদের অন্দরে। এই পরিস্থিতিতে প্রবল চাপের মুখে পড়ে ৮ নিরাপত্তা আধিকারিককে সাসপেন্ড করল কেন্দ্রের বিজেপি সরকার। বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে সংসদে হানাদারদের ঘটনা নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভার‍তীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ও অনুরাগ ঠাকুর। তারপরেই সাসপেন্ড করা হয় ওই নিরাপত্তা আধিকারিকদের।

গতকাল, বুধবার সংসদে আচমকাই ঢুকে পড়ে দুই হানাদার। অধিবেশন চলাকালীন রং বোমা নিয়ে লোকসভায় নেমে আসেন। ইতিমধ্যেই ৬ অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএর আওতায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাদল অধিবেশন চলাকালীনই সংসদে ঢুকে খোঁজখবর নিয়েছিল অভিযুক্তরা। কীভাবে সংসদে ঢুকে হামলা চালানো হবে, তা স্থির করতে নয়া পার্লামেন্টের রেপ্লিকাও বানিয়েছিল তারা। ৬ জনই সংসদ ভবনের ভিতরে ঢুকতে চেয়েছিল বলে জানা গিয়েছে। একইসঙ্গে জানা গিয়েছে তাঁদের সংসদে হামলার কোনও উদ্দেশ্য ছিল না। মূলত কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বেকারত্বের সমস্যার কথা তুলে ধরতেই তারা সংসদে হাজির হয়।

সংসদ ভবনের আঁটোসাঁটো নিরাপত্তা পেরিয়ে কীভাবে রং বোমা নিয়ে ভিতরে ঢুকে পড়লেন দুই ব্যক্তি, তা নিয়ে প্রশ্ন উঠছে। কর্তব্যে গাফিলতির দায়ে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ৮ নিরাপত্তা আধিকারিককে। এই নিরাপত্তা আধিকারিকদের সংসদের মূল প্রবেশপথ ও দরজার কাছেই তাঁদের ডিউটি ছিল।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...