ইতিমধ্যেই সংসদে হানার মূলচক্রী ললিত ঝা-র কলকাতা যোগ প্রকাশ্যে। কিন্তু আরও কিছু যোগাযোগ রয়েছে তাঁর। হালিশহরে রয়েছেন ললিতের এক ‘বন্ধু’। যাঁকে বুধবার সংসদ ভবনের ‘কীর্তি’র ভিডিও হোয়াট্সঅ্যাপে পাঠিয়েছিলেন ললিত। হালিশহরের বাসিন্দা সেই তরুণের নাম নীলাক্ষ আইচ (Nilaksha Aich)।

নীলাক্ষ বিধাননগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এর পাশাপাশি তিনি একটি এনজিও-র সঙ্গে জড়িত। বুধবার সংসদে (Parliament) হানার পর বৃহস্পতিবার দুপুরে হালিশহরের জেটিয়ায় নীলাক্ষের বাড়িতে যায় পুলিশ। বেলা ২টো নাগাদ ব্যারাকপুর কমিশনারেটের কয়েক জন পুলিশকর্মী নীলাক্ষের বাড়ি গিয়ে সংসদ হানার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কীভাবে তাঁর সঙ্গে ললিতের পরিচয়, সম্পর্ক কেমন, শেষ কবে যোগাযোগ হয়েছে এই সব বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে বলে সূত্রের খবর। নীলাক্ষ (Nilaksha Aich) জানান, এনজিও-র সূত্রেই ললিতের সঙ্গে তাঁর আলাপ হয়।


বুধবারের ঘটনার পরে নিজেই জানান, সংসদের ঘটনার ভিডিও ললিত (Lolit) হোয়াট্সঅ্যাপ করেছিলেন তাঁকে। সেই সময় কলেজে ছিলেন নীলাক্ষ। পরে ভিডিও দেখে ললিতের কাছে তিনি জানতে চান কিসের প্রতিবাদে এমন করেছে তাঁরা?

আরও পড়ুন: কৃষ্ণ জন্মভূমি জমি বিত*র্ক: শাহি ইদগাহ মস.জিদ জ.রিপে সায় আদালতের


এই কথা জানার পরেই নীলাক্ষের বাড়িতে যায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। পুলিশকে তিনি জানান, এপ্রিল নাগাদ তাঁর স্বেচ্ছাসেবী সংস্থায় যোগ দেওয়ার জন্য ললিতকে নীলাক্ষই অনুরোধ করেছিলেন। সেই প্রস্তাবে সাড়াও দিয়ে তাঁর সঙ্গে কাজ করছিলেন ললিত। তিনি অভিযুক্তকে ব্যক্তিগত স্তরেই চিনতেন বলে জানান হালিশহরের তরুণ। নাম প্রকাশ করলেও সংবাদ মাধ্যমে মুখ দেখাতে চাননি নীলাক্ষ।
