Saturday, December 27, 2025

জয়ে ফিরল মোহনবাগান, নর্থইস্টকে হারালো ৩-১ গোলে

Date:

Share post:

জয়ে ফিরল মোহনবাগান সুপার জায়েন্ট। পিছিয়ে পড়েও নর্থইস্ট ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে দিল জুয়ান ফেরান্দোর দল। ওড়িশার বিরুদ্ধে পয়েন্ট হারানোর ম্যাচে লাল কার্ড দেখায় এদিন গুয়াহাটিতে অ্যাওয়ে ম্যাচে বেঞ্চে ছিলেন না কোচ জুয়ান ফেরান্দো। তবে স্প্যানিশ কোচ গুয়াহাটিতে থেকেই দলের জয় উপভোগ করলেন। সবুজ-মেরুনের তিন গোলদাতা দীপক টাংরি, জেসন কামিন্স ও অধিনায়ক শুভাশিস বোস। দু’টি গোলের পিছনে অবদান লিস্টন কোলাসোর। এদিনের জয়ে ৭ ম্যাচে ষষ্ঠ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগে তিন নম্বরেই মোহনবাগান।

জুয়ান বেঞ্চে না থাকলেও তাঁর তৈরি রণকৌশল মেনেই দল নামিয়েছিলেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। কিয়ান নাসিরির সঙ্গে ওড়িশা ম্যাচে জোড়া গোল করা সাদিকুকে আপফ্রন্টে রেখেই দল সাজিয়েছিলেন ক্লিফোর্ড। সদ্য সুস্থ হয়ে ওঠা দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিং, হুগো বৌমোসকে বেঞ্চে রেখেই প্রথম একাদশ সাজান ক্লিফোর্ড। পরে দিমিত্রি, মনবীররা নামলেও গোলের ব্যবধান আর বাড়েনি বাগানের। শেষ ৪০ মিনিটের উপর দশজনে খেলে নর্থইস্ট। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি দিমিত্রিরা।

খেলা শুরুর ৪ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় নর্থইস্ট। বাঁ-দিক থেকে কোনসাম ফাল্গুনী সিং বল পেয়ে অসাধারণ দক্ষতায় মোহনবাগানের চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন। বক্সের বাইরে থেকে ডান পায়ে বাঁক খাওয়ানো শট ডান পোস্টের কোনাকুনি রাখেন মণিপুরী মিডফিল্ডার। মোহনবাগান গোলকিপার বিশাল নাগাল পাননি।

পিছিয়ে পড়ে গোল পরিশোধের চেষ্টায় মরিয়া হয় মোহনবাগান। ১৪ মিনিটে ম্যাচে টাংরির গোলে সমতা ফেরায় মোহনবাগান। ফ্রি-কিক থেকে লিস্টন কোলাসোর অনবদ্য ক্রস নর্থইস্ট গোলকিপার মিরশাদ পাঞ্চ করে ক্লিয়ার করলে তা টাংরির মুখে লেগে গোলে ঢুকে যায়। ২৮ মিনিটে ফের গোল করে এগিয়ে যায় কলকাতা জায়ান্টরা। বক্সের মধ্যে অনিরুদ্ধ থাপার ক্রস হেডে নামিয়ে দেন সাদিকু। ঠিক জায়গায় থাকা কামিন্স গোল করতে ভুল করেননি।

দ্বিতীয়ার্ধে কিয়ান ও কামিন্সকে তুলে মনবীর এবং বুমোসকে নামান ক্লিফোর্ড। আক্রমণে আরও ঝাঁজ বাড়ে মোহনবাগানের। তংডংবা সিং লাল কার্ড দেখায় নর্থইস্ট ততক্ষণে দশজন হয়ে যায়। কিন্তু সাদিকুরা সুযোগ নষ্ট করায় গোলের ব্যবধান বাড়ছিল না। ৭১ মিনিটে তৃতীয় গোল করে মোহনবাগান। লিস্টনের পাস থেকে অধিনায়ক শুভাশিস গোল করেন। পরিবর্ত হিসেবে নেমে দিমিত্রি, মনবীররা সহজ সুযোগ নষ্ট না করলে আরও বড় জয় পেতে পারত জুয়ানের দল।

আরও পড়ুন- হোয়াইট লাং ডি.জিজের থা.বা দিল্লিতে, দেশে বাড়ছে মা.রণ রোগ

spot_img

Related articles

তাপমাত্রার পারদের পতন অব্যাহত, শনিবার মরশুমের শীতলতম দিন

বছর শেষের বাংলা জুড়ে শীতের (Winter) জমাট ব্যাটিং, প্রতিদিনই নামছে তাপমাত্রার (Temparature)পারদ। কলকাতা সহ গোটা রাজ্যে তাপমাত্রার পারদ...

শীতের আমেজে মিতিন মাসি স্পেশাল স্ক্রিনিংয়ে তারকা সম্ভার

মহিলা গোয়েন্দা চরিত্র হিসেবে বাঙালি পাঠকের মনে বড় অংশ জুড়ে আজও মিতিন মাসি( Mitin Masi)। আর সেই মিতিনকে...

গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv)। শনিবার ভোরের দিকে রাজধানী শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ...

লক্ষ্য বিধানসভা ভোট, শনিবার বড় ঘোষণা করবেন অভিষেক! জল্পনা তুঙ্গে

দুয়ারে বিধানসভা ভোট, নতুন বছরের শুরু থেকেই জোর কদমে প্রচারে নামছে তৃণমূল। শুক্রবারের বৈঠকে প্রচারের রূপরেখা স্থির করে...