Sunday, January 11, 2026

বাংলার দাবি আদায়ে রবিবার দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর, যোগ দেবেন I.N.D.I.A.-র পরবর্তী বৈঠকেও

Date:

Share post:

বাংলার বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দাবি আদায়ে এর আগেও দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন তিনি। বার ফের প্রাপ্য আদায়ে রাজধানী যাচ্ছেন তিনি। তবে, এবার শুধু দাবি আদায় নয়, কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতে বিরোধীদলের বৈঠকেও যোগ দেওয়া কথা মমতার।

 

২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের বকেয়া নিয়ে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও দলীয় সাংসদদের সঙ্গে রয়েছে বৈঠক। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকও যোগ দেবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংসদে শীতকালীন অধিবেশন চলছে। হামলা-কাণ্ড নিয়ে এই মুহূর্তে উত্তাল লোকসভা ও রাজ্যসভা। দিল্লি থেকে কলকাতা প্রতিবাদে ঝড় তুলে দিয়েছে তৃণমূল। সংসদ চত্বরেও রোজই চলছে ইন্ডিয়া জোটের ধর্না-অবস্থান। ডেরেক ও’ব্রায়েন-সহ বিরোধীদের ১৪ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন বাকি সেশনের জন্য। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। স্বাভাবিকভাবেই রাজধানীর রাজনৈতিক কুশীলবদের নজর থাকবে তাঁর ‘এই সফরের দিকে।

লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে বিজেপির বিরুদ্ধে আরও এককাট্টা হয়ে I.N.D.I.A. জোট যাতে মাঠে নামে সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা থাকবে।

এবারের I.N.D.I.A. জোটের বৈঠকে রাজ্যভিত্তিক আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।

  • ১৮ ডিসেম্বর দুপুর আড়াইটেয় দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।
  • ১৯ ডিসেম্বর তিনি যোগ দেবেন N.D.I.A. জোটের বৈঠকে। বিকেল ৩টেয় দিল্লির অশোকা হোটেলে ইন্ডিয়া জোটের বৈঠক হবে।
  • ২০ ডিসেম্বর সকালে সংসদ ভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে। যাবেন দলীয় কার্যালয়েও।

 

সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিশেষত বাংলার বকেয়া নিয়ে যেভাবে প্রতিবাদ আন্দোলন তুঙ্গে নিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হয়ে নেত্রী কী বলেন এবং প্রধানমন্ত্রীই বা বাংলার ন্যায্য প্রাপ্য আটকে রাখার বিষয়টি নিয়ে কী জবাব দেন সেদিকেও নজর থাকবে সকলের। তবে, মমতা আগেই জানিয়েছেন, নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পরেই পরবর্তী কর্মসূচি জানাবেন। এখন সারা দেশের নজর মমতার রাজধানী সফরের দিকে।

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...