Friday, December 19, 2025

দেশের ১০০ স্নাতকের মধ্যে বেকার ১৩জন! বলছে জাতীয় সমীক্ষা

Date:

Share post:

দেশের যুবসমাজের হাতে প্রচুর কাজ, কেন্দ্র সরকারের এই দাবির বিপরীত ছবি দেখাচ্ছে খোদ কেন্দ্র সরকারের পরিসংখ্যান। সম্প্রতি পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ন মন্ত্রক প্রকাশিত তথ্যই দেখাচ্ছে দেশে প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে ১৩ জনের বেশি বেকার। গত বছরের থেকে সংখ্যায় কমলেও সেই কমার হার ১০০ জনে মাত্র ১জন।

ক্ষমতায় আসার আগে এবং পরে কেন্দ্রের নেতা ও মন্ত্রীরা বারবার দাবি করেছেন বছরে ২ কোটি চাকরি। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের পিরিওডিক লেবার ফোর্স সার্ভে অনুযায়ী শিক্ষিত এবং সাধারণ – দুই কর্মসংস্থানের ক্ষেত্রেই বড়সড় ঘাটতি দেখা যাচ্ছে। ২০২২ সালের জুলাই মাস থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত স্নাতক পাশ বেকারত্বরের হার ১৩.৪ শতাংশ, এক বছর আগে যা ছিল ১৪.৯ শতাংশ।

দেশের বড় রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল, সর্বত্রই স্নাতক পাশ যুবসমাজের মধ্যে বেকারত্বের প্রবণতা স্পষ্ট। এক্ষেত্রে সব থেকে এগিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে এই শ্রেণির মধ্যে বেকারত্বের হার ৩৩ শতাংশ। রাজ্যগুলির মধ্যে এগিয়ে অন্ধ্রপ্রদেশ, যেখানে বেকারত্বের হার ২৪ শতাংশ। অন্যদিকে এই শ্রেণির মধ্যে বেকারত্বের হার সবথেকে কম চণ্ডিগড়ে, ৫.৬ শতাংশ। রাজধানী দিল্লিতেও এই হার যথেষ্ট কম, ৫.৭ শতাংশ। তবে সামগ্রিকভাবে শিক্ষিত যুবসম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার আদৌ কেন্দ্র সরকারের কর্মসংস্থানের বিজ্ঞাপনের কতটা সমর্থন করে তা নিয়ে সন্দেহ থাকছেই।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...