আগামিকাল আইপিএল-এর মেগা নিলাম, তার আগে দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে ১০ ফ্র্যাঞ্চাইজি

যেই যেই ক্রিকেটারের দিকে নজর থাকবে, তাঁরা হলেন, ডেভিড উইলি, ড‍্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, ট্র‍্যাভিস হেড, মিচেল স্টার্ক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেরাল্ড কোয়েটজি।

আগামিকাল আইপিএল ২০২৪-এর নিলাম। মঙ্গলবার দুবাইয়ে বসতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল এর নিলাম। আগামী মরশুমের আগে ১০টি দলই নিজেদের ফাঁক ভরাট করার চেষ্টা করবে। মোট ৩৩৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন যার মধ্যে মোট ৭৭ জন ক্রিকেটার সুযোগ পাবেন আসন্ন আইপিএলে। ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে ২১৫ জন ক্রিকেটার আন ক্যাপড। নিলামে বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটারের দিকে ঝাঁপাতে পারে আইপিএল-এর দল গুলি।

যেই যেই ক্রিকেটারের দিকে নজর থাকবে, তাঁরা হলেন, ডেভিড উইলি, ড‍্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, ট্র‍্যাভিস হেড, মিচেল স্টার্ক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেরাল্ড কোয়েটজি।

ট্র‍্যাভিস হেড- অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার ওডিআই ফর্ম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন। ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে তাঁর ব্যাটিং-এ ভর করেই অস্ট্রেলিয়া জিতেছে তাদের ষষ্ঠ বিশ্বকাপ।

মিচেল স্টার্ক- আবার আইপিএলে ফিরতে চলেছেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্ক। স্টার্কের লাইন-লেন্থ এবং গতি তাঁকে ২০২৪ আইপিএল নিলামের অন্যতম প্রধান আকর্ষণ করে তুলেছে।

রাচিন রবীন্দ্র- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সকলের নজর কেড়েছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রচিন রবীন্দ্র। অভিষেক বিশ্বকাপেই তিনি ভেঙেছেন একাধিক রেকর্ড। ব্যাট হাতে করেছেন ৫৭৮ রান এবং বল হাতে পেয়েছেন ৫টি উইকেট।

ওয়ানিন্দু হাসারাঙ্গা- বর্তমান টি-২০ ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ বোলার হলেন হাসারাঙ্গা। শেষ দুই টি-২০ বিশ্বকাপের শ্রেষ্ঠ বোলার ছিলেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগেও তাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়েনিয়েছে।

জেরাল্ড কোয়েটজি- আসন্ন আইপিএলে অভিষেক হতে চলেছে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কোয়েটজির। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ২৩ বছর বয়সী এই স্পিডস্টার ৬.২৩ ইকোনমি রেটে দক্ষিণ আফ্রিকার হয়ে ২০টি উইকেট নিয়েছেন। গতির পাশাপাশি বাউন্সের তারতম্য কোয়েটজির অন্যতম অস্ত্র।

ডেভিড উইলি – গত বার আরসিবিতে ছিলেন। বেশি ম্যাচ খেলেননি। এবার আইপিএলের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই এবার শুধু খেলবেন।একদিনের বিশ্বকাপে ইংল্যান্ড খারাপ খেললেও উইলি ভাল বল করেছেন।

ড‍্যারিল মিচেল- আগের বারের আইপিএল পর্যন্ত প্রথম একাদশে তেমন সুযোগ পাননি মিচেল। কিন্তু তিনি বিশ্বকাপে যা খেলেছেন তাতে ভারতের উইকেটে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ব্যাটার হয়ে উঠতে পারেন।

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের পিছনে বোলারদের কৃতিত্ব দিলেন রাহুল

 

 

Previous articleমানসিক চা.পের কারণেই হার্টে সমস্যা? সুজয়কৃষ্ণর জন্য নয়া পরীক্ষার ব্যবস্থা SSKM-এর
Next articleদেশের ১০০ স্নাতকের মধ্যে বেকার ১৩জন! বলছে জাতীয় সমীক্ষা