Monday, November 17, 2025

ফের কোভিড আতঙ্ক! মাস্ক ফিরছে বিশ্ব জুড়ে

Date:

Share post:

বিশ্বজুড়ে ফের বাড়ছে কোভিড আতঙ্ক। গত এক সপ্তাহে ৫৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। শুধু তাই নয় ভারতের কেরল রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর হদিশ পাওয়া গিয়েছে। তামিলনাড়ুতেও করোনা আক্রান্ত হয়েছে ৮ জন। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। গত ১ সপ্তাহে ৫৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে নাগরিক এবং ভ্রমণকারীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সেখানকার সরকার।

সিঙ্গাপুর সরকারের রিপোর্ট অনুযায়ী চলতি মাসের ৩ থেকে ৯ তারিখের মধ্যে সেখানে ৫৬,০৪৩ টি কেভিড -১৯ কেস রেকর্ড করা হয়েছে। তার আগের সপ্তাহে ৩২, ০৩৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এদিকে চিনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, চিনের মূল ভূখন্ডে প্রায় এক মাসের মধ্যে কোভিড-১৯ সাবভেরিয়েন্ট জেএন.১ সংক্রামিত হওয়ার সাতটি উপসর্গবিহীন কেস শনাক্ত করা হয়েছে, ১০ ডিসেম্বর পর্যন্ত অন্তত ৪০টি দেশ সাবভেরিয়েন্টের রিপোর্ট করেছে। বেজিং-ভিত্তিক ইমিউনোলজিস্টের মতে, ভাইরাসের কোনো সীমানা নেই বলে জেএন.১ ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। ভালো অবস্থায় নেই আমেরিকাও। সেখানে ২৩,৪৩২ জন করোনা সঙ্ক্রামিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, কোভিড আক্রান্ত হয়ে সেখানে হাসপাতালে ভর্তির সংখ্যা ২০০ শতাংশ এবং ফ্লুতে ৫১ শতাংশ বেড়েছে।

ভারতে, ইন্ডিয়ান সার্স-কভ-২জিনোমিক্স কনসোর্টিয়াম এর রিপোর্ট বলছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনে ছড়িয়ে পড়া কোভিড-১৯-এর উপ-ভেরিয়েন্ট জেএন.১-এ আক্রান্ত হয়েছেন কেরালায় এক ব্যক্তি। এবং গত শনিবার কোভিড আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে কেরলে। রিপোর্ট বলছে, কেরালায় প্রতিদিনের কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। শনিবার ৩০২ টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে এবং মোট সক্রিয় সংক্রমিতের সংখ্যা ১,৫২৩ এ পৌঁছেছে। অতীত থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিকভাবে সতর্কবার্তা জারি করেছে কেরলের স্বাস্থ্যদফতর। স্বাস্থ্য আধিকারিকদের মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে, হাসপাতালগুলিকে আইসিইউ শয্যা বরাদ্দ করতে বলা হয়েছে এবং অক্সিজেন ও ওষুধের প্রাপ্যতা পরীক্ষা করতে বলা হয়েছে। তবে এখনই আন্তরাজ্য চলাচলে কোনওরকম বিধি নিষেধ জারি করতে রাজি নয় কেরল সরকার।

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...