Saturday, November 15, 2025

শাহী ইদগাহ মসজিদ মামলা: প্রাথমিক সার্ভেতে সায় দিলেও, নির্দেশ দিল না আদালত

Date:

Share post:

মথুরার শাহী ইদগাহ মসজিদ মামলায় প্রাথমিক সার্ভের বিষয়ে সায় দিলেও আপাতত ওই নির্দেশ দিল না এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)। এই মামলায় সমীক্ষার বিষয়ে নির্দেশ সংরক্ষিত রাখা হয়েছে আদালতের তরফে।

সোমবার এলাহাবাদ হাই কোর্টে শাহী ইদগাহ মসজিদ সংক্রান্ত মামলায় শুনানি চলাকালীন জানানো হয়, জরিপ পরিচালনার কর্মপদ্ধতি সম্পর্কে অ্যাডভোকেট কমিশনারদের তিন সদস্যের দল সিদ্ধান্ত নিতে পারেনি। এই মামলায় মুসলিম আবেদনকারীরা যুক্তি দেয়, কৃষ্ণ জন্মভূমি মামলায় তাদের আবেদন সুপ্রিম কোর্টে বিচারাধীন। এর জেরেই আদেশ সংরক্ষণের সিদ্ধান্ত নেয় আদালত। এদিকে, সিল করা কভারে একটি এএসআই প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। ২১ ডিসেম্বর, আবেদনকারীদের সুপ্রিম কোর্টের আদেশের একটি অনুলিপি সহ এএসআই রিপোর্টের একটি অনুলিপি দেওয়া হবে।

উল্লেখ্য, কৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহী ইদগাহের (Shahi Idgah) জায়গাতেই শ্রীকৃষ্ণের আসল জন্মস্থান (Krishna Janmabhoomi) বলে দাবি করে অনেক হিন্দুত্ববাদী সংগঠন। গত ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের একটি আদেশ যাতে কৃষ্ণ জন্মভূমি মন্দির কমপ্লেক্সের পাশে শাহী ঈদগাহ মসজিদের প্রাথমিক সমীক্ষার অনুমতি দেয়, তা স্থগিত করতে অস্বীকার করেছে। এলাহাবাদ হাইকোর্ট আদালত-তত্ত্বাবধানে তিন সদস্যের অ্যাডভোকেট কমিশনারদের দ্বারা ইদগাহ কমপ্লেক্সের প্রাথমিক সমীক্ষার অনুমতি দিয়েছিল। ইদগাহ কমপ্লেক্সের বিষয়ে এলাহাবাদ হাইকোর্টে এক ডজনেরও বেশি পিটিশন মুলতুবি রয়েছে, হিন্দু পক্ষ দাবি করে যে মসজিদটি মুঘল সম্রাট ঔরঙ্গজেব ভগবান কৃষ্ণের জন্মস্থানের ১৩.৩৭ একর জমিতে একটি মন্দির ভেঙে দিয়ে তৈরি করেছিলেন।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...