Tuesday, November 4, 2025

বর্ধমান বি.পর্যয় থেকে শিক্ষা! চাপে পড়ে একাধিক স্টেশনের বি.পজ্জনক ট্যাঙ্ক ভা.ঙার সিদ্ধান্ত রেলের

Date:

Share post:

অবশেষে নড়ল টনক। বর্ধমান (Bardhaman) স্টেশনে ট্যাঙ্ক (Tank) বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই চরম সমালোচনার মুখে পড়ে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এবার স্টেশনে থাকা প্রত্যেক বিপজ্জনক ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল। সূত্রের খবর, ভেঙে ফেলা জলের ট্যাঙ্কের তালিকায় একাধিক ব্রিটিশ আমলের। সেই তালিকায় রয়েছে হাওড়া ডিভিশনের ৩, আসানসোল ডিভিশনের ৮, মালদহ ডিভিশনের একটি জলের ট্যাঙ্ক। জানা গিয়েছে, দ্রুত ট্যাঙ্কগুলিকে ভেঙে ফেলার কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বর্ধমান স্টেশনে বড়সড় বিপর্যয় ঘটে। স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থাকা ১৮৯০ সালে তৈরি ট্যাঙ্ক আচমকা ভেঙে যায়। দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়। মৃতদের নাম ক্রান্তি বাহাদুর (১৪), সোনারাম টুডু (৩৫), মফিজা বেগম (৩৫) এবং সুধীর সূত্রধর। সূত্রের খবর, ক্রান্তি এবং সোনারাম দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। বর্ধমান শহরের লাকুড্ডির বাসিন্দা ছিলেন মফিজা। অন্যদিকে, জখম অবস্থায় সুধীরকে বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হলেও, রবিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। পাশাপাশি দুর্ঘটনার জেরে জখম হন আরও ৩৪ জন। জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়।

তবে গত বুধবারের বর্ধমান স্টেশনে এমন বিপর্যয়ের পরেই রাজ্যের বিপজ্জনক সব ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত পূর্ব রেলের। পূর্ব রেলের মূ্খ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, আগামী এক বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছি। রিনি আরও জানিয়েছেন, আপাতত নষ্ট করার আগে সব চিহ্নিত ট্যাঙ্কগুলির ধারণ ক্ষমতার অর্ধেক জল ভরা হবে। যদি মনে হয় কোনওটির রক্ষণাবেক্ষণ প্রয়োজন সেগুলির সংস্কার করা হবে।

 

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...