Friday, November 7, 2025

কাকভোরে নবান্ন চত্বরে ডিএ আন্দো.লনকারীরা, রাস্তা আটকে ধ.র্নায় বসলে পুলিশের সঙ্গে ব.চসা

Date:

Share post:

শীতের কাক ভোরে নবান্ন চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। গতকালই মুখ্যমন্ত্রী বড়দিনের উপহার হিসেবে সরকারি কর্মচারীদের আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। যা পয়লা জানুয়ারি থেকেই কার্যকরী হবে। কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় সরকারি কর্মচারীদের একাংশ। কার্যত জেদ করে নবান্ন অভিযান করে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ধর্মতলা থেকে বাসে করে ভোর ৫টা থেকে দলে দলে নবান্নে পৌঁছেছেন আন্দোলনকারীরা। নবান্নের সামনে বাসস্ট্যান্ডে বসে ধরনা করার সিদ্ধান্ত নেয় তাঁরা। ধর্নায় বসা নিয়ে যথারীতি পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন ডিএ আন্দোলনকারীরা।

গতকাল, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল নবান্ন চত্বরে আন্দোলনে বসতে পারবেন যৌথ মঞ্চের সদস্যরা। রাতে ধর্নায় বসতে পুলিশ বাধা দিলে তাঁরা জানান সকালেই আসবেন। তাই শুক্রবার দিনের আলো ফোটার আগেই নবান্নের কাছে পৌঁছে যান আন্দোলনকারীরা।সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য, শোনা যাচ্ছে, সেই কারণেই আন্দোলনকারীদের বসতে দেয়নি পুলিশ, সেই নিয়েই শুরু হয় তর্কাতর্কি, বাক বিতণ্ডা।

হাওড়া পুলিশ (Howrah police) রাত থেকেই ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে। পুলিশের বাধা পেয়ে নবান্নের সামনে রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। তাঁদের উঠে যাওয়ার জন্য অনুরোধ আসতে থাকে পুলিশের তরফে। কিন্তু নিজেদের অবস্থানে অনড় থাকে আন্দোলনকারীরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় বাদানুবাদ।

এদিকে নবান্নের সামনে রাস্তায় আন্দোলনকারীরা বসে থাকায় ট্রাফিক আটকে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, হাইকোর্ট নবান্নের কাছে বাসস্ট্যান্ডে ধর্নায় বসার অনুমতি দিয়েছে, কিন্তু পুলিশ তাদের ঢুকতে দিচ্ছে না। পরে পুলিশের সঙ্গে আলোচনা করতে দেখা যায় আন্দোলনকারীদের। অবশেষে ব্রীজের নীচে বসতে দেওয়া তাঁদের। সেখানেই আপাতত ধরনায় বসেছেন আন্দোলনকারীরা।

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...