ব্রিগেডে গীতা পাঠের দিনেই ঢিলছোঁড়া দূরত্বে কংগ্রেসের সংবিধান পাঠ

আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’-এর আয়োজন করেছে একটি ধর্মীয় সংগঠন। অরাজনৈতিক সংগঠনের ব্যানারে হলেও লোকসভার আগে এই কর্মসূচিকে সামনে রেখে হিন্দুত্বের জিগির তুলতে চাইছে বিজেপি। তাই এই কর্মসূচি নিয়ে আয়োজকদের থেকেও ঢের ব্যস্ততা ও তৎপরতা দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির নেতাদের। তাঁরাই ব্রিগেড ভরাতে শহর থেকে জেলা, প্রচার করছেন। বড় বড় ফ্ল্যাগ-ফেস্টুন লাগাচ্ছেন। যদিও শুরুতেই ধাক্কা। প্রধানমন্ত্রী মোদির মুখকে সামনে রেখে এই কর্মসূচি নেওয়া হলেও তিনি আসবেন না বলে জানিয়েছেন।

এদিকে গীতাপাঠ, চণ্ডীপাঠের আসরের পাল্টা দিতে চলেছে প্রদেশ কংগ্রেস। ওইদিনই কংগ্রেসের তরফে ‘সংবিধান পাঠ’-এর কর্মসূচি নেওয়া হয়েছে। তাও আবার ব্রিগেড থেকে ঢিলছোঁড়া দূরত্বে। ২৪ ডিসেম্বর বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত বিড়লা তারামণ্ডলের সামনে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে ‘সংবিধান পাঠ’-এর আয়োজন করেছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। সংগঠনের সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, ধর্মীয় মেরুকরণের ফলে দেশের ঐক্য, সংহতি বিনষ্ট হওয়ার পথে। গণতন্ত্রের কণ্ঠরোধ করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে। এই অবস্থায় শতকণ্ঠে কংগ্রেসের তরফে সংবিধান পাঠের আয়োজন করা হয়েছে।


 

Previous articleকাকভোরে নবান্ন চত্বরে ডিএ আন্দো.লনকারীরা, রাস্তা আটকে ধ.র্নায় বসলে পুলিশের সঙ্গে ব.চসা
Next articleরাত পেরিয়ে এখনও গু.লির ল.ড়াই! পুঞ্চ হাম.লায় মৃ.ত ৫ জওয়ান