Saturday, August 23, 2025

রাগ করে জোটের বৈঠক ছেড়ে যাওয়া নীতীশের মানভঞ্জনে ফোন রাহুলের

Date:

Share post:

বিরোধী জোটের মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাবের পর রাগ করে জোটের বৈঠক থেকে বেরিয়ে গিয়েছিলেন জেডিইউ প্রধান নীতীশ কুমার(Nitish Kumar)। পাশাপাশি তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হারে হাত শিবিরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিহারের মুখ্যমন্ত্রী। অভিমানী নীতীশের মানভঞ্জনে এবার তাঁকে ফোন করলেন রাহুল গান্ধী।

বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে বসেছিলেন শরিক দলের প্রতিনিধিরা। আলোচনার শুরু থেকেই নানা ইস্যুতে মতবিরোধ শুরু হয় তাঁদের মধ্যে। অন্য দলগুলোকে আসন ছাড়তে চাইছে না কংগ্রেস, সেই নিয়েও তুমুল তর্কাতর্কি শুরু হয়। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে গুরুত্ব দিতে গিয়ে ইন্ডিয়া জোটকে অবহেলা করেছে কংগ্রেস, এই অভিযোগ তোলে অন্যান্য দলগুলো। সবমিলিয়ে বৈঠকে কার্যত কোণঠাসা হয়ে পড়ে কংগ্রেস। এহেন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী পদে খাড়গের নাম প্রস্তাবে বৈঠকের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন নীতীশ কুমার। কারণ বিহারের মুখ্যমন্ত্রী নিজে একধিকবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জেডিইউ-এর তরফেও প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে তাঁকে।

জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মুখ হিসেবে খাড়গের নাম প্রস্তাব হতেই তাড়াহুড়ো করে বৈঠক ছেড়ে বেরিয়ে যান নীতীশ। এছাড়াও দলের এক নেতার বিরুদ্ধেও রেগে গিয়েছিলেন কারণ তাঁর ভাষণ হিন্দি থেকে তামিলে অনুবাদ করেছিলেন ওই নেতা। তবে জেডিইউর দাবি, মোটেও রাগ করেননি নীতীশ। এহেন পরিস্থিতিতে বৈঠকের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় নীতীশকে ফোন করেন রাহুল। যদিও দুই নেতার মধ্যে কী কথা হয়েছে, তা জানা নেই। তবে এই ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...