Tuesday, November 11, 2025

উৎসবকে আরও রঙিন করে বড়দিনেই শুরু সঙ্গীতমেলা

Date:

Share post:

জাঁকিয়ে শীতকে উপভোগ করতে বাঙালি যখন হৈ হৈ করে বেরিয়ে পড়েছে, ঠিক তখনই বাঙালির উৎসবে নতুন পালক জুড়তে চলেছে রাজ্য সরকার। প্রতিবছরের মতো এবছরও বড়দিনের (Christmas) দিনই উদ্বোধন হতে চলেছে বাংলা সঙ্গীতমেলা ও বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব। এবছর ১১টি মঞ্চে গোটা শহরজুড়ে পরিবেশিত হবে বাংলা সংস্কৃতির গ্রাম থেকে শহরের সবধরনের ফ্লেভার।

২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে শুরু হবে গান ও লোকসংস্কৃতির (folk culture) অনুষ্ঠান। রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, নেতাজিনগরের ঋষি অরবিন্দ পার্ক মুকুন্দপুর ফুটবল মাঠ, রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্তমঞ্চ এবং চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি সঙ্গীতশিল্পী, সঞ্চালক, যন্ত্রশিল্পী অংশ নেবেন এই উৎসবে। একদিকে যেমন থাকবে বাংলা ব্যান্ডের নবীনতম সদস্য, তেমনই শোনা যাবে প্রবীণ প্রজন্মের ব্যান্ডের গানও। আর এই বাংলা ব্যান্ডের গান শুনতে যেতে হবে দেশপ্রিয় পার্কে।

বাংলার ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত গগনেন্দ্র প্রদর্শশালায় ‘বাংলার আদিবাসী হস্তশিল্প’ নামে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। বাংলা সঙ্গীতমেলা উপলক্ষে রবীন্দ্রসদন- নন্দন প্রাঙ্গণে অস্থায়ী স্টল তৈরি করে গান নিয়ে বই, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা। সেই সঙ্গে থাকছে বাহারি খাবারের স্টল।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...