Monday, May 5, 2025

উৎসবের মরসুমে শহরে অ.বৈধ মা.দকের রমরমা রুখতে ক.ড়া নজরদারি কলকাতা পুলিশের

Date:

Share post:

উৎসবের মরসুমে মাদকের (Drugs) কারবার ও চোরাপথে শহরে মাদকের প্রবেশ আটকানোই চ্যালেঞ্জ। আর সেকারণেই শহর তথা গোটা রাজ্যে মাদকের বিক্রি রুখতে বর্ষশেষের উৎসবের আগে বিশেষ পরিকল্পনা কলকাতা পুলিশের (Kolkata Police) নার্কোটিক্স বিভাগ এবং নার্কোটিক্স কন্ট্রোল বুরোর (NCB) কর্তাদের। উল্লেখ্য, বর্ষশেষের এই সময়ে শহরের একাধিক হোটেল, রেস্তরাঁ ও একাধিক পানশালাগুলিতে লুকিয়ে মাদকের কারবার চালানোর অভিযোগ ওঠে। আর সেকারণেই মাদকের রমরমা রুখতে উৎসব শুরুর আগেভাগেই জোর তল্লাশি (Search Operation) কলকাতা পুলিশের। যে এলাকায় পানশালা বা রেস্তরাঁর সংখ্যা যত বেশি, সেখানকার থানাগুলিকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে প্রতিটি থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে খবর।

উল্লেখ্য, মূলত বছর শেষ এবং নতুন বছর শুরুর এই সময়ে শহরের রেস্তরাঁ বা পানশালাগুলিতে ভিড় জমান কমবয়সিরা। আর সেই সব এলাকার জন্যই এবার অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে লালবাজার। ইতিমধ্যে পুরো বিষয়টিতে নজরদারির জন্য চারশোরও বেশি সাদা পোশাকের পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ চাইলে আলাদা ভাবে পার্টি বা ডিস্কোয় ঢুকে গোপনে নজরদারি চালাতে পারে বলে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া লালবাজার সূত্রে খবর, কে বা কারা নিয়মিত পানশালা বা পার্টিগুলিতে আসছেন— সে দিকে কড়া নজর থাকবে পুলিশের। কলেজ পড়ুয়াদের একাংশের মধ্যে নিয়মিত মাদক সেবনের বিষয়টি নজরে এসেছে লালবাজারের। লালবাজারের এক পুলিশকর্তার জানিয়েছেন, গোপন তথ্য ও তল্লাশিই হল মাদক ধরার অন্যতম হাতিয়ার। হোটেল, পানশালাগুলির ফ্লোর থেকে শুরু করে শৌচালয়— সমস্ত জায়গাতেই তল্লাশি অভিযান চলবে। পাশাপাশি বিশেষ পরিকল্পনা থাকছে এনসিবি-র তরফেও।

 

 

 

spot_img
spot_img

Related articles

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...