ফের নোংরা চক্রান্তের শিকার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা! তাঁর ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে অভিযোগ। ফেসবুক স্টেটাসে আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছে। গোটা ঘটনার জন্য বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল বিধায়ক। এটা বিজেপি আইটি সেলের কু-কর্ম বলেই দাবি শওকতের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সাইবার সেলে অভিযোগও জানিয়েছেন শওকত।

তৃণমূল বিধায়কের কথায়, “বিজেপি ষড়যন্ত্র করে আমার ফেসবুক পেজ হ্যাক করেছে। যে ধরনের নোংরামো ওরা করেছে তা ওদের আইটি সেলের কাজ বলেই আমার মনে হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা করছি আমি। বাংলার মানুষ এসব বরদাস্ত করবে না। দেশের মানুষও মানবে না।”বিধায়কের ফেসবুক পেজ হ্যাক হওয়ার খবরে রাজনৈতিক চাপান-উতর তৈরি হয়েছে ক্যানিং পূর্ব সহ ভাঙড়ে।