Wednesday, August 27, 2025

পৌষমেলায় মুখোমুখি স্টল বিজেপি-অনুপমের! রাখঢাক না করেই যুযুধান ২ গোষ্ঠী

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই দলের বিরুদ্ধে বিস্ফোরক কথা বলছেন বিজেপি (BJP) নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। ব্রিগেডে লক্ষ কণ্ঠ গীতাপাঠ-এর জন্য দল তোলাবাজি করেছে বলেও অভিযোগ করেন বিজেপি সর্বভারতীয় সম্পাদক। এবার পৌষমেলায় দলের বিরুদ্ধে একেবারে মুখোমুখি বিরোধিতায় নেমেছেন অনুপম।

বোলপুরের পৌষমেলায় বিজেপি স্টলের মুখোমুখি স্টল করলেন অনুপম হাজরা। বিজেপির স্টলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে জেলা নেতৃত্বের ছবি। আর অনুপমের (Anupam Hazra) স্টলে নরেন্দ্র মোদি, জেপি নাড্ডার সঙ্গে তাঁর ছবি। এই বিষেয় স্যোশাল মিডিয়ায় পোস্ট করা হয়। বলা হয়েছে, দলের মধ্যে ‘বঞ্চিত’ ও ‘কোণঠাসা’ কর্মীদের জন্যে স্টল চালু করা হয়েছে। ফেসবুক ওয়ালে পোস্টে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গের সমস্ত বঞ্চিত অবহেলিত, কোণঠাসা, পদ-হীন মোদি-ভক্ত এবং বিজেপি কার্যকর্তা, যাঁরা বছরের-পর বছর পার্টির জন্য রক্ত-ঘাম ঝরিয়েছেন, মাসের পর মাস ঘরছাড়া হয়ে থেকেছেন, তাঁদের উদ্দেশ্যে…আজ পৌষ মেলায় আপনাদের জন্য স্টলটি আমাদের দলেরই এক পুরনো শ্রদ্ধেয় কার্যকর্তাকে দিয়ে উদ্বোধন করা হয়েছে!!! পৌষ মেলায় এই স্টলে যাঁরা যাঁরা যাচ্ছেন, সময় কাটাচ্ছেন, ছবি তুলে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে ছড়িয়ে দিন! ফেসবুক লাইভও করতে পারেন এবং বিজেপি সর্বভারতীয় সম্পাদক মাননীয় ড: অনুপম হাজরাকেও ফেসবুকে ট্যাগ করে দিতে পারেন, যাতে কেন্দ্রীয় নেতৃত্ব দেখতে পারেন যে পশ্চিমবাংলায় কত পরিমাণ ভালো সংগঠকদের বসিয়ে রাখা হয়েছে!!! আর পৌষ মেলার এই স্টলটি অনুপম দা আপনাদের জন্যই করেছেন, যাতে আপনারা বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিতে পারেন সময় কাটাতে পারেন, ওটা আপনাদেরই স্টল!!! সেজন্য আপনাদের প্রিয় মানুষজনদের সঙ্গে নিয়ে মন খুলে আড্ডা দিন ওই স্টলে!!! বিজেপি সর্বভারতীয় সভাপতির নির্দেশে বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচিতে অনুপমদা ব্যস্ত থাকায় এখনও অবধি পৌষ মেলায় পৌঁছে উঠতে পারেননি!!!“ অর্থাৎ কোনও রাখঢাক না করেই বঙ্গ বিজেপির একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে।

যদিও বীরভূমের বিজেপির যুব মোর্চার সদস্যের মতে, এটাও বিজেপির স্টল। অনুপম হাজরাও বিজেপিতেই আছেন। তবে, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কিছু বলেননি তিনি। এদিকে, স্টলে থাকা সৌমী বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা অনুপমের অনুগামী। দীর্ঘদিন ধরে বিজেপি করলেও তাঁরা বঞ্চিত বলে অভিযোগ করেন তিনি।

 

এর আগেও চোর মুক্ত বিজেপি চাই- বলে অনুপম হাজরার স্যোশাল মিডিয়া পোস্ট ঘিরে প্রবল শোলগোল হয়। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি। এই নিয়ে প্রবল কটাক্ষ বিরোধীদের। বঙ্গ নেতৃত্ব সামলাতে ব্যর্থ বলে কটাক্ষ করে বিরোধীরা। এদিন পৌষমেলায় স্টল নিয়ে তৃণমূলের তৃণমূল নেতা কাজল শেখ বলেন, বিজেপির লোকজন নেই। তাও গোষ্ঠীদ্বন্দ্ব! বাংলাজুড়ে গেরয়া শিবিরের কোনও সংগঠন নেই বলে অভিযোগ করেন তিনি।

spot_img

Related articles

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...

ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৭ অগাস্ট (বুধবার) ২০২৫১ গ্রাম               ১০ গ্রামপাকা সোনার বাট     ১০১১৫...