Wednesday, December 31, 2025

হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়া হোক, পাকিস্তানকে চিঠি ভারতের

Date:

Share post:

২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়া হোক। এবার সরাসরি এই আবেদন জানিয়ে পাকিস্তানকে চিঠি দিল ভারত। জঙ্গিনেতার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করতে চেয়ে চিঠি দিয়েছে ভারত। যদিও পাকিস্তানের তরফে এই বিষয়ে এখনও কোনও সদুত্তর আসেনি বলেই জানা যাচ্ছে।

মুম্বই হামলার পরেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় রয়েছেন লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) প্রতিষ্ঠাতা। রাষ্ট্রসংঘেও তাঁকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। তবে এই সবকিছুর পরও পাকিস্তানের মাটিতে বহাল তবিয়তে রয়েছে হাফিজ। এমনকি সেখানে সে নির্বাচনে প্রার্থী হচ্ছে বলেও জানা যাচ্ছে। এহেন হাফিজের প্রত্যর্পণ চেয়ে আগেও আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। তবে দু’দেশের কোনও প্রত্যর্পণ চুক্তি না থাকার কারণে বারবার ধাক্কা খেয়েছে সেই প্রক্রিয়া।

সরকারি সূত্রে জানা যাচ্ছে এহেন হাফিজকে হেফাজতে চেয়ে ইসলামাবাদকে চিঠি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়েছে, হাফিজ সইদকে ভারতে পাঠানো হোক। দ্রুত শুরু হোক প্রত্য়র্পণের আইনি প্রক্রিয়া। তাহলে ২৬/১১ হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা যেতে পারে। যদিও সংশ্লিষ্ট মহলের দাবি ভারতের তরফে হাফিজকে প্রত্যার্পনের আবেদন জানানো হলেও পাকিস্তানের তরফে অন্যান্যবারের মতো এবারও সেই আবেদনে সাড়া দেওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কারণ এই মুহূর্তে পাক রাজনীতির অন্যতম বড় নাম হাফিজ। যার মাথার উপর হাত রয়েছে আইএসআইয়ের। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন। পাক ইংরেজি দৈনিক ডনের খবর, গোটা দেশে সমস্ত প্রদেশে প্রার্থী দিচ্ছে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ। এই দলের প্রতিষ্ঠাতা হাফিজ স্বয়ং। লাহোরে প্রার্থী হচ্ছেন হাফিজের ছেলে তালহা সইদ। এই হাফিজপুত্রকেও ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে ভারত।

spot_img

Related articles

২০২৬-কে স্বাগত জানাল কিরীটিমাটি, বর্ষবরণের উৎসবে মাতল প্রশান্ত মহাসাগরের দ্বীপ

ক্যালেন্ডারের পাতা ওল্টানোর মাহেন্দ্রক্ষণে বিশ্ববাসীকে পথ দেখাল প্রশান্ত মহাসাগরের ছোট্ট প্রবাল দ্বীপ কিরীটিমাটি। ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ার অনেক...

রাত পোহালেই প্রতিষ্ঠাদিবস! রাজ্য জুড়ে নানা কর্মসূচি তৃণমূলের

বৃহস্পতিবার ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে বাংলা জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলের...

২০২৬-এর ভোটে আবাসনের মধ্যেই বুথ! প্রস্তুতি শুরু কমিশনের

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একাধিক আবাসনের মধ্যেই ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন।...

মৃত্যুতে অভিযুক্ত জ্ঞানেশ: FIR-এর তদন্তের ‘হুঁশিয়ারি’ নির্বাচন কমিশনের!

নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর ঘোষণায় রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে কেউ ভোটার, কেউ বিএলও। মৃত্যুতে...