Wednesday, November 12, 2025

হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়া হোক, পাকিস্তানকে চিঠি ভারতের

Date:

Share post:

২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়া হোক। এবার সরাসরি এই আবেদন জানিয়ে পাকিস্তানকে চিঠি দিল ভারত। জঙ্গিনেতার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করতে চেয়ে চিঠি দিয়েছে ভারত। যদিও পাকিস্তানের তরফে এই বিষয়ে এখনও কোনও সদুত্তর আসেনি বলেই জানা যাচ্ছে।

মুম্বই হামলার পরেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় রয়েছেন লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) প্রতিষ্ঠাতা। রাষ্ট্রসংঘেও তাঁকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। তবে এই সবকিছুর পরও পাকিস্তানের মাটিতে বহাল তবিয়তে রয়েছে হাফিজ। এমনকি সেখানে সে নির্বাচনে প্রার্থী হচ্ছে বলেও জানা যাচ্ছে। এহেন হাফিজের প্রত্যর্পণ চেয়ে আগেও আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। তবে দু’দেশের কোনও প্রত্যর্পণ চুক্তি না থাকার কারণে বারবার ধাক্কা খেয়েছে সেই প্রক্রিয়া।

সরকারি সূত্রে জানা যাচ্ছে এহেন হাফিজকে হেফাজতে চেয়ে ইসলামাবাদকে চিঠি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়েছে, হাফিজ সইদকে ভারতে পাঠানো হোক। দ্রুত শুরু হোক প্রত্য়র্পণের আইনি প্রক্রিয়া। তাহলে ২৬/১১ হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা যেতে পারে। যদিও সংশ্লিষ্ট মহলের দাবি ভারতের তরফে হাফিজকে প্রত্যার্পনের আবেদন জানানো হলেও পাকিস্তানের তরফে অন্যান্যবারের মতো এবারও সেই আবেদনে সাড়া দেওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কারণ এই মুহূর্তে পাক রাজনীতির অন্যতম বড় নাম হাফিজ। যার মাথার উপর হাত রয়েছে আইএসআইয়ের। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন। পাক ইংরেজি দৈনিক ডনের খবর, গোটা দেশে সমস্ত প্রদেশে প্রার্থী দিচ্ছে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ। এই দলের প্রতিষ্ঠাতা হাফিজ স্বয়ং। লাহোরে প্রার্থী হচ্ছেন হাফিজের ছেলে তালহা সইদ। এই হাফিজপুত্রকেও ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে ভারত।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...