Sunday, November 9, 2025

ভোটের আগে দলীয় কর্মীদের সিনেমা দেখার নির্দেশ মোদির!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) দামামা বেজে গেছে। অযোধ্যায় নিজের ঢাক পেটানোর সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাধারণত তিনি অন্যের কথা শুনতে অভ্যস্ত নন বরং নিজের কথা জাহির করতে আর হঠকারি সিদ্ধান্ত নিতে সদা ব্যস্ত থাকেন বলে হামেশাই অভিযোগ করেন বিরোধীরা। ৫ বছরের ব্যর্থতা ঢাকতে অযোধ্যায় হিন্দুত্বের নামে পিঠ বাঁচানোর চেষ্টা শুরু হয়ে গেছে। ‘ধর্মের ফানুস’ উড়িয়ে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, নিরক্ষরতা, নিম্নগামী জিডিপি থেকে মানুষের নজর ঘোরানোর কাজ শুরু করে দিয়েছে বিজেপি সরকার (BJP Government)। এবার মানুষের আবেগকে হাতিয়ার করে সিনেমা দেখার পরামর্শ দিলেন নরেন্দ্র মোদি। সংসদে শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পরেই জাতীয় পদাধিকারী বৈঠক সেরে ফেলেন প্রধানমন্ত্রী (PM)। সেখানে দলীয় নেতা কর্মীদের ভোটের আগে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ (The Vaccine War) ছবিটি দেখে নিতে বলেন মোদি।

বিজেপি সূত্রে খবর, বাংলার পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে দলের সব মোর্চা এবং শাখার নেতাদেরও ওই ছবিটি দেখতে বলেন। গত ২৮ সেপ্টেম্বর পুজোর মুখে মুক্তি পায় ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর অধ্যাপক বলরাম ভার্গবের লেখা ‘গোয়িং ভাইরাল’ বইয়ের গল্প নিয়েই বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) ওই ছবিটি তৈরি করেন। মুখ্য চরিত্রে নানা পাটেকর এবং রাইমা সেনের (Raima Sen) মতো অভিনেতাদের দেখা গেছে। ভারত সরকারের ক্যাবিনেট সচিবের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের। চিত্রনাট্য অনুযায়ী তাঁর ডায়লগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির অনেক কথার ছাপ মিলেছে। যদিও বক্স অফিসে সিনেমা সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে ভোটের আগে ভ্যাকসিন আবিষ্কারের কৃতিত্বকে বিজেপি সরকার নিজের নামে প্রচার করার লক্ষ্যেই এমন এক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...