Thursday, August 28, 2025

বর্ষশেষে উধাও শীত! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে আরও বাড়তে পারে তাপমাত্রা (Temperature)। শনিবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। শুধু বছর শেষের দিনগুলিতেই নয়, নতুন বছরের শুরুতেও এই একই অবস্থা বজায় থাকবে বলে সাফ জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত না সরে যাওয়া পর্যন্ত ঠান্ডা পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। উল্টে বাড়বে গরম। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘেরাফেরা করবে।

এদিকে শনিবারই কালিম্পং, দার্জিলিংয়ে বৃষ্টির পাশাপাশি উঁচু জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আলিপুর সূত্রে খবর, ৪ জানুয়ারি থেকে তাপমাত্রার সামান্য পারদ পতন লক্ষ্য করা যেতে পারে। সেসময় একলাফে ২ ডিগ্রি অবধি তাপমাত্রা কমতে পারে। তবে তার আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কোনওরকম পরিবর্তন হবে না। উল্লেখ্য, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর তার দাপটেই উধাও শীত।

পাশাপাশি উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার  পরিবর্তে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এই কারণে ডিসেম্বরের শেষেও দিনের বেলা গরম অনুভুত হচ্ছে। আগামী অন্তত আরো ৪ দিন এইরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে খবর।

 

 

 

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...