Thursday, August 21, 2025

সরকারি কর্মীদের জন্য সুখবর! বছর শুরুর আগেই ‘স্পেশ্যাল গিফট’ নবান্নের

Date:

Share post:

সরকারি কর্মীদের (Govt Employees) জন্য নতুন বছরের (New Year) স্পেশ্যাল গিফট (Special Gift) রাজ্যের। এখন থেকে আর চিকিৎসা (Treatment) করাতে কোনও খরচ লাগবে না। ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মোডে (Cashless) হবে চিকিৎসা। তবে ২ লক্ষ টাকার বেশি খরচ হলে, তা হাসপাতালের নিয়ম মেনেই দিতে হবে ওই সরকারি কর্মীকে। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের অর্থ দফতর।

অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে শুধুমাত্র এসএসকেএম-এর (SSKM) উডবার্ন ওয়ার্ডেই এই পরিষেবা দেওয়া হবে। মূলত পশ্চিমবঙ্গ হেলথ স্কিম নামে যে সরকারি যোজনা আছে, তার আওতায় থাকলে তবেই এই সুবিধা পাওয়া যাবে। ফলে সরকারি কর্মী থেকে পেনশনভোগীরা এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত চালু থাকছে এই ব্যবস্থা। তবে চিকিৎসার খরচ ২ লক্ষ টাকার বেশি হলে সে ক্ষেত্রে কোন খাতে কত খরচ হতে পারে, তাও উল্লেখ করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বড় কেবিনে থাকার জন্য প্রতিদিনের খরচ ৪ হাজার টাকা। একক ছোট কেবিনের খরচ ২৫০০ টাকা, দ্বিশয্যা যুক্ত বড় কেবিনের খরচ ২ হাজার টাকা। পাশাপাশি সরকারি প্রকল্পের আওতায় চিকিৎসাধীন রোগীদের ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। তবে, দামী ওষুধ হাসপাতালের স্টোরে না পাওয়া গেলে, তা বাইরে থেকে কিনতে পারেন রোগীর পরিজনেরা। খাবার খরচ ও আয়ার খরচ আলাদা। দৈনিক খাওয়ার খরচ ৩৩৬ টাকা ও দৈনিক আয়ার খরচ ৭৫০ টাকা। এছাড়া আরও জানানো হয়েছে, এসএসকেএম-এর ওই ওয়ার্ডে চিকিৎসা চলাকালীন যদি কোনও সরকারি কর্মীর মৃত্যু হয়, তাহলে সঙ্গে সঙ্গে তাঁর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। যদি কোনও খরচ বাকি থাকে, তাহলে তার বিল সরাসরি পাঠিয়ে দেওয়া হবে অর্থ দফতরে। তবে নবান্নের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের সব সরকারি কর্মীরা।

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...