Saturday, January 10, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! বছর শুরুর আগেই ‘স্পেশ্যাল গিফট’ নবান্নের

Date:

Share post:

সরকারি কর্মীদের (Govt Employees) জন্য নতুন বছরের (New Year) স্পেশ্যাল গিফট (Special Gift) রাজ্যের। এখন থেকে আর চিকিৎসা (Treatment) করাতে কোনও খরচ লাগবে না। ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মোডে (Cashless) হবে চিকিৎসা। তবে ২ লক্ষ টাকার বেশি খরচ হলে, তা হাসপাতালের নিয়ম মেনেই দিতে হবে ওই সরকারি কর্মীকে। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের অর্থ দফতর।

অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে শুধুমাত্র এসএসকেএম-এর (SSKM) উডবার্ন ওয়ার্ডেই এই পরিষেবা দেওয়া হবে। মূলত পশ্চিমবঙ্গ হেলথ স্কিম নামে যে সরকারি যোজনা আছে, তার আওতায় থাকলে তবেই এই সুবিধা পাওয়া যাবে। ফলে সরকারি কর্মী থেকে পেনশনভোগীরা এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত চালু থাকছে এই ব্যবস্থা। তবে চিকিৎসার খরচ ২ লক্ষ টাকার বেশি হলে সে ক্ষেত্রে কোন খাতে কত খরচ হতে পারে, তাও উল্লেখ করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বড় কেবিনে থাকার জন্য প্রতিদিনের খরচ ৪ হাজার টাকা। একক ছোট কেবিনের খরচ ২৫০০ টাকা, দ্বিশয্যা যুক্ত বড় কেবিনের খরচ ২ হাজার টাকা। পাশাপাশি সরকারি প্রকল্পের আওতায় চিকিৎসাধীন রোগীদের ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। তবে, দামী ওষুধ হাসপাতালের স্টোরে না পাওয়া গেলে, তা বাইরে থেকে কিনতে পারেন রোগীর পরিজনেরা। খাবার খরচ ও আয়ার খরচ আলাদা। দৈনিক খাওয়ার খরচ ৩৩৬ টাকা ও দৈনিক আয়ার খরচ ৭৫০ টাকা। এছাড়া আরও জানানো হয়েছে, এসএসকেএম-এর ওই ওয়ার্ডে চিকিৎসা চলাকালীন যদি কোনও সরকারি কর্মীর মৃত্যু হয়, তাহলে সঙ্গে সঙ্গে তাঁর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। যদি কোনও খরচ বাকি থাকে, তাহলে তার বিল সরাসরি পাঠিয়ে দেওয়া হবে অর্থ দফতরে। তবে নবান্নের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের সব সরকারি কর্মীরা।

 

 

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...