Saturday, August 23, 2025

দেশে বাড়ছে বেকারত্ব, রামমন্দির সাজাতে গুজরাট থেকে আসছে মোদি-যোগী ছাপ গোলাপ!

Date:

Share post:

একদিকে বেকারত্বের শীর্ষে গোটা দেশ। সেই সময়ই রামমন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে তত বাড়ছে এই ‘উৎসবে’ নতুন নতুন পাতা সংযোজন। বাড়ছে খরচের বোঝা। গোটা দেশের মানুষকে মন্দির উদ্বোধনে যুক্ত করতে বিভিন্ন এলাকার বিভিন্ন উদ্যোগকে তুলে ধরা হচ্ছে। এবার রামলালার দরবার সাজানোর জন্য বিশেষ গোলাপ আনা হচ্ছে গুজরাট থেকে। গোলাপের পাপড়িতে (rose petal) যেমন রামের ছবি আঁকা থাকবে, তেমনই থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি, এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও। কার্যত মন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে নিজের ও দলের প্রচারই যে লক্ষ্য নরেন্দ্র মোদির, এই ফুলও সেই প্রমাণই দিচ্ছে।

গুজরাটের এক ফুল ব্যবসায়ী বিশেষ লেসার প্রযুক্তিতে (laser technology) গোলাপের পাপড়িতে ফুটিয়ে তুলেছেন নানা ছবি। কোনও পাপড়িতে রামের ছবি। কোনওটিতে ছবির বদলে লেখা রামলালা। কোথাও রামমন্দিরের (RamMandir) ছবি। তবে মন্দির বা রামের বাইরে সেখানে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবিও। ব্যবসায়ীর এই ফুল দিয়ে সাজবে রামলালার দরবার। সেই দরবার সাজানোর অনুমতি দেয় রামমন্দির কমিটি। এমনকি নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র নিতে হয় রাজ্য প্রশাসনের কাছ থেকে।

ফুল ব্যবসায়ী অশোক ধনশালী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে দরবার সাজানোর জন্য অনুমতি দিয়েছেন। অর্থাৎ তিনি নিজেও দেখেছেন ফুলের পাপড়িতে কী ছবি রয়েছে। অশোকের দাবি বেশ কয়েক বছরের প্রচেষ্টায় ফুলের পাপড়িতে ছবি ফুটিয়ে তোলার প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করতে শুরু করেছে তারা। তাই এখনও বাজারে বাণিজ্যিকভাবে তার ব্যবহার শুরু হয়নি। রামমন্দিরেও বিনা পারিশ্রমিকেই সেই ফুল আসছে। বিনা ব্যয়ে রামমন্দির ঘিরে ভোটের প্রচারের একধাপ যদি এগিয়ে যাওয়া যায়, সেই লাভ কুড়াতেও থামছেন না উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার, তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...