আসন্ন এএফসি এশিয়ান কাপের জন্য ইতিমধ্যেই দোহা পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আসন্ন এএফসি কাপের জন্য ব্লু টাইগার্সরা তাদের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চায় না। কঠিন গ্রুপে খেলার বাস্তবকে মেনে নিলেও নিজেদের সেরাটা দেওয়ার কথা জানালেন ভারতের হেড কোচ ইগর স্টিম্যাচ।

প্রতিযোগিতার আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে স্টিম্যাচ দোহায় প্রস্তুতি নিয়ে বলেন,”আমরা এখানে আগে আসতে আর ধাতস্থ হতে চেয়েছিলাম। আমরা রবিবার থেকে প্রস্তুতি শুরু করব। আমরা দুই দিনে চার দফা অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছি। তারপর তৃতীয় দিনে বিশ্রাম, আর তারপর পুনরায় দুই দিনে চার দফা অনুশীলন। ৭ জানুয়ারি, আমরা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলব।”

যদিও এবারের এশিয়ান কাপে একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবে না ভারত। আনোয়ার আলি, আশিক কুরুনিয়ান, জিকসন সিং ও রোহিত কুমারের চোট নিঃসন্দেহে চিন্তায় ফেলেছে স্টিম্যাচকে। এই সুনীলদের হেডস্যার বলেন, “গত কয়েক মাসে এই ধরণের চোট-আঘাত আমাদের পরিকল্পনায় বড় আঘাত ফেলেছে। এই মুহুর্তে যতটা শক্তিশালী আমাদের দলের থাকার কথা, ততটা ভালো হতে পারছে না। আমরা শারীরিক ও পাসিং সক্ষমতা হারিয়েছি। কিন্তু আমাদের এসব নিয়ে ভাবার সময় নেই এবং যারা এখানে রয়েছে, তাদের নিয়েই ভাবতে হবে। আমাদের কাছে এমন খেলোয়াড় রয়েছে যারা এর আগে এই মঞ্চে খেলে গিয়েছে। তবে ২৬ জন খেলোয়াড়ের মধ্যে ১৭ জন প্রথমবার এত বড় প্রতিযোগিতায় খেলছে। এটা ওদের কাছে খুব ভালো অভিজ্ঞতা হবে।”

গ্রুপ বি-তে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়ার মত কঠিন দলের বিরুদ্ধে খেলতে গেলে শুধু মানসিক নয়, ট্যাকটিকালগত দিকেও নজর দিতে হবে ভারত কোচকে। আর এর জন্য প্রাক্তন ইংরেজ ফুটবলার ট্রেভর সিনক্লেয়ারের আগমণ অত্যন্ত উপযোগী হিসেবে মানছেন স্টিম্যাচ। এই নিয়ে স্টিম্যাচ বলেছেন, “আমাদের এই গ্রুপে বহিরাগত হিসেবে ধরা হচ্ছে। অস্ট্রেলিয়ার ব্যাপারে কিই বা বলব, ওরা অন্যতম ফেভারিট। সাম্প্রতিক সময়ে ভালো ফল করা উজবেকিস্তান এই গ্রুপের কালো ঘোড়া। আমরা জানি আমরা খুব বেশি বল পজেশন পাবনা আর ওদের গোলের সামনে খুব বেশি সুযোগ পাব না। কিন্তু যে সুযোগই আমরা পাব, আমাদের সেটা ভালোমত ব্যবহার করার ভাবনা রাখতে হবে।”

আরও পড়ুন:প্রোটিয়াদের কাছে প্রথম টেস্ট হারতেই টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে সমালোচনা প্রাক্তন দুই ক্রিকেটারের
