Friday, November 14, 2025

রবিতে DYFI-এর ব্রিগেড সমাবেশ, ভোট কোথায়? প্রশ্ন তুলে তীব্র খোঁচা কুণালের

Date:

Share post:

পাকা মাথাদের দিয়ে রাজ্যে একের পর এক নির্বাচনে ভরাডুবি আটকানো যায়নি। এবার তাই তরুণ প্রজন্মকে সামনে ঠেলে ভোট বৈতরণী পার করতে চাইছে সিপিএম। রাজ্যজুড়ে ইনসাফ যাত্রার পরে ৭ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ DYFI-এর। আর সেই সমাবেশের খরচের খতিয়ানও তাঁরা দেবেন বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানান সংগঠনের রাজ্য সম্পাদক মীণাক্ষি মুখোপাধ্যায় (Meenakshi Mukharjee)। তবে, বামেদের ব্রিগেড সম্মেলনকে “কাকের বাসায় কোকিলের ডিম” বলে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদর কুণাল ঘোষ (Kunal Ghosh)।

সব রাজনৈতিক দলের নজর এখন লোকসভা নির্বাচনে। এবার যুব সংগঠনকে দিয়ে বড় সমাবেশ করতে চাইছে সিপিএম। রবিবার ব্রিগেড সমাবেশের প্রস্তুতি চরমে। শ্রমজীবী মানুষ উপার্জনের টাকায় সমাবেশ হচ্ছে বলে এদিন দাবি করেন মীণাক্ষি মুখোপাধ্যায় (Meenakshi Mukharjee)। রাজনৈতিক স্বচ্ছতা বজায় রেখেই আর্থিক সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন DYFI -এর রাজ্য সম্পাদক। এদিন অর্থ সাহায্যের জন্য কিউ আর কোডও প্রকাশ করলেন তিনি। বেলা ১২টায় শুরু হবে সমাবেশ। কোন কোন পথে ব্রিগেডে মিছিল যাবে এদিন সেটাও জানান মীণাক্ষি। বলেন, শহরের মোট ৭টি পয়েন্ট খিদিরপুর মোড়, পার্ক সার্কাস, হাওড়া, শিয়ালদহ, হাজরা মোড়, সুবোধ মল্লিক স্কোয়ার, সেন্ট্রাল মেট্রো থেকে মিছিল যাবে ব্রিগেড সমাবেশে। অস্থায়ী কর্মীদের কাজের নিরাপত্তার দাবি জানানো হবে বলে জানান DYFI -এর রাজ্য সম্পাদক। ”কলকাতাবাসীর কাছে আমাদের আবেদন, এটা রুটি রুজির প্রশ্ন। আপনারা সবাই আসুন।”

সমাবেশ নিয়ে বামেদের তীব্র কটাক্ষ করছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, এই রকম সমাবেশ আগেও বহু দেখেছি। মিছিল হয়েছে। ব্রিগেডের সভায় কিছু লোকও রয়েছে। কিন্তু তারপরে ভোটবাক্সে বামেরা শূন্য পেয়েছে। ব্রিগেডে সমাবেশ করে কী হবে? ভোট কোথায়? প্রশ্ন তোলেন কুণাল। খোঁচা দিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, এই সমাবেশ “কাকের বাসায় কোকিলের ডিম”-এর মতো। ব্রিগেডে লোক হচ্ছে। আর তারা বাড়ি ফিরে অন্য দলকে ভোট দিচ্ছে। ”ব্রিগেড চলো” বলে যাদের আনছে, তারা ফিরে কাদের ভোট দিচ্ছে- সেটা দেখতে হবে। অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের কারণে তৃণমূলকে ভোট দিচ্ছেন। আবার কেউ কেউ বিজেপির দিকে ঝুঁকছেন। পোস্টার, মিছিল, ব্রিগেড হচ্ছে- কিন্তু সিপিএমের ভোট কোথায়!


spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...