Monday, November 10, 2025

বেলুড় মঠ থেকে জয়রামবাটি, সাড়ম্বরে পালিত সারদা দেবীর ১৭১ তম জন্মতিথি উৎসব!

Date:

Share post:

তিথি মেনে শ্রী শ্রী সারদা দেবীর জন্ম উৎসব (Sarada Devi Birth Anniversary celebration) পালনে আজ সকাল থেকেই ব্যস্ত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Math Ramakrishna Mission) প্রতিটি শাখা সংগঠন। ভোর থেকেই মঙ্গল আরতি ও স্তব গানের মাধ্যমে সারদা মায়ের (Sarada Devi) বিশেষ পুজো শুরু হয় বেলুড়মঠে (Belur Math)। শীতের চাদর গায়ে মেখে ভক্তরা ভিড় জমিয়েছেন মঠ প্রাঙ্গণে।১৮৫৩ সালের ২২ ডিসেম্বর (বাংলা ১২৬০ সালের ৮ পৌষ) বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ ধর্মপরায়ণ পরিবারে সারদা দেবীর জন্ম। তবে মঠের নিয়ম অনুসারে তারিখ নয় বরং তিথিকেই গুরুত্ব দিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব পালন করা হয়। এদিন ভোর পৌনে পাঁচটা নাগাদ শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ ও স্তবগান হয়। তারপর রীতি মেনে সাড়ে পাঁচটা নাগাদ ভজন পরিবেশন করা হয়।

আজ সারদা দেবীর আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে নিরাপত্তার কড়াকড়ি রামকৃষ্ণ মঠে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে ধর্মসভাও। সেখানে শ্রীশ্রীমায়ের জীবন ও বাণী নিয়ে আলোচনা করা হবে। ধর্মসভায় সভাপতি স্বামী নিত্যমুক্তানন্দ। বক্তা স্বামী একচিত্তানন্দ। ইংরাজিতে বক্তব্য রাখবেন স্বামী সত্যেশানন্দ। আজ বেলুড়ে ভক্তদের জন্য বেলা সাড়ে এগারোটা থেকে প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সজাগদৃষ্টি ব্রহ্মচারী, সন্ন্যাসী ও ভলেন্টিয়ারদের। সভামণ্ডপে মাতৃসঙ্গীতে অংশ নেবেন বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীরা।

সারদা মায়ের ১৭১ তম আবির্ভাব তিথি উৎসবে মাতোয়ারা জয়রামবাটিও। প্রত্যেক বছরের মতো এবারও সেখানে ভক্তদের ভিড়। বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠেও। এদিন সকাল থেকে বাগবাজারে মায়ের বাড়িতেও দলে দলে ভক্তরা উপস্থিত হচ্ছেন।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...