Saturday, August 23, 2025

রেফারিদের ভুল কমাতে উদ্যোগ AIFF-এর

Date:

Share post:

ভারতীয় ফুটবলে আসতে চলেছে অ্যাডিশানাল ভিডিও রিভিউ সিস্টেম এভিআরএস(Additional Video Review System)। রেফারিদের সিদ্ধান্ত নিয়ে নানা অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফ। এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবে এনিয়ে রেফারিদের সতর্ক করার পাশাপাশি কর্মশালা আয়োজনের কথাও বলেন।

ভিএআর নিয়ে এআইএফএফ-এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছেন, ‘এখানে আমাদের প্রধান উদ্দেশ্য হল ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে প্রযুক্তির মাধ্যমে ত্রুটি কমানো।পাশাপাশি আমরা ভিএআর বাস্তবায়নের কাজটা চালিয়ে যাব, আমি মনে করি যে, শুরুতে, এভিআরএস ভারতে দুর্দান্ত বিকল্প হতে পারে। এভিআরএস আমাদের প্রযুক্তি আমাদের দেখতে হবে। রেফারিদের প্রশিক্ষণ দিতে এবং খেলোয়াড়, কোচ এবং ক্লাবগুলির মূল্যায়ন করতে আমাদের সাহায্য করবে।’

এর আগে আইএসএল-এ রেফারির খারাপ সিদ্ধান্তের দৃষ্টান্ত তুলে ধরে এআইএফএফ-কে চিঠি দেয় ইস্টবেঙ্গল ক্লাব। লাল-হলুদের সেই দাবি যে ফেলনা নয় তাও জানিয়েছিলেন কল্যাণ। মোহনবাগানের প্রাক্তন কোচ জুয়ান ফেরান্দোও রেফারির খারাপ সিদ্ধান্তের দিকে আঙুল তুলেছেন বহুবার। তবে মোহনবাগানের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি এতদিন। শুধু ইস্টবেঙ্গল বা মোহনবাগান নয়, কল্যাণের দাবি আরও বেশ কিছু ক্লাব তাঁদের কাছে প্রমাণ জমা দিয়েছিল। সেগুলো অনেকাংশেই সত্যি। পাশাপাশি তিনি সেই সময়েই ভারতীয় ফুটবলে ভার প্রযুক্তি নিয়ে আসার কথা জানিয়ে দিয়েছিলেন।

ইউরোপের চারটি সংস্থার সঙ্গেও এই ব্যাপারে কথাবার্তা বলেছিল এআইএফএফ। তারপরেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। ভার আসায় ভারতীয় ফুটবলে খুশির হাওয়া। অনেকেই মনে করছেন, রেফারির ভুল সিদ্ধান্ত খেলার মান নষ্ট করে। তবে অনেকক্ষেত্রে অনেক ঘটনাই রেফারিদের চোখ এড়িয়ে যায়। তবে এই প্রযুক্তি এলে আখেরে লাভ হবে ভারতীয় ফুটবলেরই। এমনটা মনে করছেন তাঁরা।

আরও পড়ুন-শক্তি বাড়াতে এই দুই ফুটবলারের দিকে ঝাঁপালো লাল-হলুদ

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...