Monday, November 10, 2025

আজ ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা প্রদান করবেন অভিষেক!

Date:

Share post:

কথা দিয়ে কথা রাখলেন তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নতুন বছরে ডায়মন্ড হারবার (Diamond Harbour constituency) লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫ হাজার প্রবীণ নাগরিকদের (Senior citizens) নিজের উদ্যোগে বার্ধক্য ভাতা (Old age pension) প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথা রাখতেই আজ পৈলানের ময়দানে আয়োজিত দলীয় অনুষ্ঠানে হাজির থাকবেন অভিষেক।

ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় লোকসভা কেন্দ্র। বিভিন্ন অনুষ্ঠানে এখানকার মানুষের প্রতি তাঁর কৃতজ্ঞতা ও ভালোবাসার ছবি স্পষ্ট হয়েছে। গত বছর নভেম্বর মাসে ডায়মন্ড হারবারেরই ফলতা বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মিলনীর এক অনুষ্ঠান থেকে তৃণমূল সাংসদ ঘোষণা করেছিলেন, ২০২৪ সালের নতুন বছরে ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫ হাজার প্রবীণ নাগরিকদের নিজের উদ্যোগে বার্ধক্য ভাতা প্রদান করবেন। সেইমতো ৭টি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয় ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফার কাজ শুরু হয় ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই দুটি পর্যায় প্রায় ৭৫ হাজার মানুষ বার্ধক্য ভাতার আবেদন পত্র জমা দেন। তৃণমূলের পক্ষ থকে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। তৃণমূল সূত্রে খবর সেই তালিকা অনুযায়ী বার্ধক্য ভাতা প্রদান করবেন অভিষেক। জানুয়ারি থেকেই এই কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো নতুন বছরের প্রথম রবিবারেই কথা রাখতে চলেছেন তৃণমূল সাংসদ।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...