Monday, November 10, 2025

Bangladesh Election: হাজারিবাগে হিংসা, খুলশিতে সংঘর্ষ! বেলা বাড়লেও ভোটারদের দেখা নেই

Date:

Share post:

থমথমে পরিবেশে ওপার বাংলায় (Bangladesh Election)। সকাল গড়িয়ে দুপুর হতে চলল কিন্তু এখনও পর্যন্ত সেভাবে ভোটারদের দেখা মিলছে না বুথে বুথে। শনিবার নির্বাচনের আগের দিন অবধি বাংলাদেশের (Bangladesh ) বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর মিললেও, এদিন সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর সেভাবে কোনও অশান্তি হয়নি। এ দিন সকালেই ঢাকার সিটি কলেজে (City College, Dhaka) ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। শেখ হাসিনার সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা ও তাঁর ছেলে রাদওয়ান মুজিব। ভোট দিতে আসেন অভিনেতা তথা আওয়ামী লিগের প্রার্থী ফিরদৌসও (Firdous Ahmed)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছেলে ববিকে সঙ্গে নিয়ে গুলশান মডেল হাই স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। বেলা ১১টা ৫০ মিনিটে ভোট দেন তিনি। কিন্তু সকালের দিকে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও বেলা গড়াতেই বাড়ছে হিংসার ঘটনা।

আজ বাংলাদেশের মোট ২৯৯টি আসনে ভোট হচ্ছে। নওগাঁ আসনের প্রার্থীর মৃত্যুর জন্য ওই কেন্দ্রে ভোট বাতিল করে দেওয়া হয়েছে। মোট ১১ কোটি ৯৩ লাখ, ৩৩ হাজার ১৫৭ জন ভোটার ভোট দেবেন।শনিবার ১৬ ঘণ্টায় বাংলাদেশে ১৪টি জায়গায় অশান্তি ও অগ্নিসংযোগের অভিযোগ এসেছিল। রাজবাড়ি জেলা ও চট্টগ্রামে দুটি ভোটকেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়। অশান্তিতে মৃত্যু হয় ১ পুলিশকর্মীর। পাশাপাশি চিত্তগাঁও ও গাজিপুর শহরেও দুটি প্রাথমিক স্কুলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আজ দুপুর একটা নাগাদ রাজধানীর হাজারিবাগে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ হয়, শিশু-সহ আহত ৩। চট্টগ্রাম-১০ আসনের খুলশির পাহাড়তলি ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর।

অন্যদিকে, নিজেকে ভোট দিতে পারলেন না জনপ্রিয় ইউটিউবার হিরো আলম। আসলে তিনি বগুড়া-৬ (সদর) আসনের ভোটার। আর বগুড়া-৪ আসনের প্রার্থী হয়েছেন এ কারণে নিজের ভোটটি অন্য প্রার্থীকে দিলেন হিরো। তবে সুষ্ঠুভাবে ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

spot_img

Related articles

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...