Sunday, August 24, 2025

বাগানের অনুশিলনে আনোয়ার

Date:

Share post:

মঙ্গলবার ৯ জানুয়ারি কলিঙ্গ স্টেডিয়ামে দুই প্রধানের প্রথম ম্যাচ টুর্নামেন্টে। দুপুরে লাল-হলুদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। অন্যদিকে, সন্ধ্যায় মোহনবাগান খেলবে আই লিগের দল শ্রীনিধি ডেকান এফসি-র বিরুদ্ধে।কলিঙ্গ সুপার কাপে অংশ নিতে রবিবার বিকেলে ভুবনেশ্বর পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ময়দানের অপর প্রধান মোহনবাগান সোমবার সকালে শহরে অনুশীলন করে ভুবনেশ্বর রওনা হবে। দু’টি দলই রয়েছে গ্রুপ ‘এ’-তে।
শনিবার বিমান বিভ্রাটের কারণে ঠিক সময়ে কলকাতায় পৌঁছে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিতে পারেননি কোচ কার্লেস কুয়াদ্রাত-সহ তিন বিদেশি ফুটবলার সাউল ক্রেসপো, পারদো ও জেভিয়ার সিভেরিও। রবিবার সকালে তাঁরা দলের সঙ্গে যোগ দেন। অনুশীলনেও ছিলেন। গোটা দল একসঙ্গেই ভুবনেশ্বর রওনা হয়। সূত্রের খবর, লা লিগায় খেলা নতুন এক বিদেশি স্ট্রাইকার কাম উইঙ্গারকে সই করানোর ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। ছেড়ে দেওয়া হচ্ছে সিভেরিওকে। সুপার কাপে তাঁকে রেজিস্ট্রেশন করানো না হলেও দলের সঙ্গে গিয়েছেন।

মোহনবাগান ভুবনেশ্বর রওনা হওয়ার আগের দিন রবিবারও চুটিয়ে প্রস্তুতি সারে নিজেদের মাঠে। অবশেষে এদিন দলের সঙ্গে যোগ দেন আনোয়ার আলি। মোহনবাগান মাঠে এসে রিহ্যাব করেন। ম্যাচ ফিট হতে আরও কিছুটা সময় লাগবে আনোয়ারের। এশিয়ান কাপের জন্য জাতীয় দলে রয়েছেন মোহনবাগানের সাতজন ফুটবলার। লিস্টন কোলাসো, মনবীর সিং, অনিরুদ্ধ থাপাদের অনুপস্থিতিতে ছয় বিদেশির উপর বড় ভরসা রাখছে দল। কারণ, সুপার কাপে একসঙ্গে ছয় বিদেশি খেলানো যাবে। দলে ভারতীয়দের মধ্যে সিনিয়র বলতে আশিস রাই ও কিয়ান নাসিরি। তাই রিজার্ভ টিমের বেশ কয়েকজনকে সুপার কাপের স্কোয়াডে রাখা হচ্ছে। নতুন হেড কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে কথা বলেই সোমবার চূড়ান্ত স্কোয়াড বেছে নেবেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। প্রথম ম্যাচে তিনিই বসবেন মোহনবাগানের ডাগ আউটে।

আরও পড়ুন-ঘোষনা হওয়ে গেল আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ দল, দলে রোহিত-বিরাট

spot_img

Related articles

ষোলেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...