Sunday, November 16, 2025

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবিধানিক ধারা প্রয়োগের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল ছাত্রনেতা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের ছাত্রনেতা সুদীপ রাহা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়ে তিনি রাজনীতিবিহীন বিচার ব্যবস্থার দাবি তোলেন। সুদীপের অভিযোগ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর আসনকে কলুষিত করছেন। সেই মর্মে শীর্ষ আদালতের কাছে তাঁর আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপর সংবিধানের ১২৪(৪) ধারা প্রয়োগ করা হোক।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাম্প্রতিক সময়ে নানা কারণে বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি তিনি বিচারপতির আসনে বসে রাজনৈতিক নেতার মতো মন্তব্য করেন। সন্দেশখালিতে ইডির অভিযান নিয়ে কোর্ট রুমে সরব হয়ে বিচারপতি গুলি চালানোর কথা পর্যন্ত বলেন। তাঁর কথায় স্পষ্ট আভাস ছিল রাষ্ট্রপতি শাসন জারির। এর আগে ২০২৩ সালে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন বিচারপতি। তা নিয়েও প্রবল সমালোচনা হয়। প্রশ্ন ওঠে, বিচারপতি কি আদৌ সাক্ষাৎকার দিতে পারেন? এর পরিপ্রেক্ষিতেই তৃণমূলের ছাত্র নেতা সুদীপ রাহা বলেন, মু্খ্যমন্ত্রীর লেখা কবিতাকে নিয়েও বিচারপতি বিদ্রুপ করেছেন। তাঁর বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা বলার অভিযোগও করেন সুদীপ। তৃণমূলের নাম করে বা ইঙ্গিতে কোথায় কী আক্রমণ শানিয়েছেন তা বিস্তারিতভাবে সুদীপ তুলে ধরেন তাঁর অভিযোগপত্রে।

সুদীপের অভিযোগ, পরিকল্পনামাফিক তৃণমূলকে আক্রমণ চালাচ্ছেন বিচারপতি। তিনি যেভাবে বিশেষ এক রাজনৈতিক দলের হয়ে সুর চড়াচ্ছেন, তা বিচারপতি হিসেবে কাম্য নয়। তাই তাঁর উপর সাংবিধানিক ধারা প্রয়োগের আর্জি জানান তৃণমূলের ছাত্রনেতা।

আরও পড়ুন- মোদিকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য: মালদ্বীপের হাইকমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

spot_img

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...