Thursday, August 28, 2025

লোকসভা নির্বাচনে আসন সমঝোতা, ফলপ্রসূ আপ-কংগ্রেস বৈঠক

Date:

Share post:

লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে প্রথমদফার বৈঠক সম্পন্ন হল সোমবার। দুই দলের নেতৃত্বের মধ্যে আলোচনার পর জানানো হয় “ইতিবাচক এবং ফলপ্রসূ” আলোচনা হয়েছে এবং ইন্ডিয়ার জোট সঙ্গী হিসাবে তারা একইসাথে নির্বাচনে লড়বে এবং দ্বিতীয় দফার আলোচনার জন্য শীঘ্রই আর এক দফার বৈঠকে বসবে।

সোমবার দিল্লিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিকের বাড়িতে ওই বৈঠক হয়। বৈঠকে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলট এবং দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলি। অরবিন্দ কেজরিওয়ালের দলের তরফে উপস্থিত ছিলেন মন্ত্রী আতিশী, সৌরভ ভরদ্বাজ ও সন্দীপ পাঠক। সূত্রের খবর, রাজধানী দিল্লি, পঞ্জাব এবং গোয়ায় দুদলের মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। রাজধানী দিল্লিতে লোকসভার সাতটি আসন রয়েছে এবং পঞ্জাবে ১৩টি আসন রয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটে দিল্লির সাতটি আসনেই জয়ী হয়েছিল বিজেপি। পঞ্জাবে ১৩টি আসনের মধ্যে কংগ্রেস জয়ী হয়েছিল ৮টি আসনে। বিজেপি এবং শিরোমণি অকালি দল দুটি করে আসনে এবং আম আদমি পার্টি একটি আসনে জয়ী হয়েছিল।

সোমবার আড়াই ঘন্টা ধরে চলা এই বৈঠকের পর, কংগ্রেস সাংসদ মুকুল ওয়াসনিক বলেন, আমরা আসন্ন নির্বাচনের জন্য বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। পরে আবার বৈঠক হবে এবং তখনই আমরা আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আমরা একসঙ্গে নির্বাচনে লড়ব এবং বিজেপিকে উপযুক্ত জবাব দেওয়া হবে। ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক থেকেই আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া ছিল একটি মুখ্য বিষয়। সেই অনুযায়ী আসন সমঝোতা সংক্রান্ত এই বৈঠক ইন্ডিয়া জোটের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আসন সমঝোতা ত্বরান্বিত করার কথাও বলেছেন।

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...