Thursday, August 21, 2025

নিয়োগ তদন্ত শেষ! হাই কোর্টে জানাল CBI, সুপ্রিম নির্দেশ মেনে রিপোর্ট পেশ

Date:

Share post:

সুপ্রিম কোর্ট আগেই দু মাসের সময়সীমা বেধে দিয়েছিল।গত ৯ নভেম্বর শীর্ষ আদালত এই সেই নির্দেশ দিয়েছিল।নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিশেষ বেঞ্চে রিপোর্ট পেশ করল সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আদালতে সিবিআই জানিয়েছে, গ্রুপ সি,গ্রুপ ডি, নবম-দশমে তদন্ত শেষ হয়ে গিয়েছে। সোমবার চূড়ান্ত চার্জশিট ও রিপোর্ট পেশ করা হয়েছে নিম্ন আদালতে।চার্জশিটে উল্লেখ রয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও এক আমলার নামও। তবে ‘বিতর্কিত’ চাকরিপ্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসি-র ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আদালতে তিনি বলেছেন, এসএসসি ঢেউয়ের গতিপ্রকৃতি অনুযায়ী সাঁতার কেটে যাচ্ছে। তারা সবার সঙ্গেই খেলছে। আদালতের নির্দেশ অনুযায়ী নিজেদের অবস্থান স্পষ্ট করছে না তাঁরা। তাদের ভূমিকা সন্দেহজনক।

জানা গিয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের শুনানি। আদালতে সিবিআই, মূল মামলাকারী এবং এসএসসি সকলেই নিজেদের বক্তব্য রাখবে। উভয়পক্ষের বক্তব্য শোনার পরই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানাবেন, আদতে যাঁদের চাকরি চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল একক বেঞ্চের পক্ষ থেকে, তাঁরা চাকরি করবেন কি না।মাস কয়েক আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাজে ক্ষুব্ধ হয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। দুমাসের মধ্যে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত।

প্রসঙ্গত, সোমবারই আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট জমা দেয় সিবিআই। চার্জশিটে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এছাড়াও আরও ৬ জনের কথা উল্লেখ করা হয়েছে সেখানে। চার্জশিটে আরও বলা হয়েছে, কলকাতার বড়বাজার, মানিকতলা, আলিপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ, নারকেলডাঙা সহ মোট ১০ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ হাজার পাতার নথি, সমস্তটাই আর্থিক লেনদেন সংক্রান্ত। এছাড়া নগদ টাকা, জমির দলিল, ১৪টি মোবাইল, ৪টি ল্যাপটপ এবং বেশ কয়েকটি হার্ড ডিস্ক উদ্ধারের কথাও চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই।

spot_img

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...