Sunday, January 18, 2026

শাহজাহানের সঙ্গে ছবি! সন্দেশখালি কাণ্ডে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করে তদন্ত হোক, দাবি কুণালের

Date:

Share post:

বিজেপিতে যোগ না দেওয়াতেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের পিছনে ইডিকে লেলিয়ে দিয়েছে গদ্দার শুভেন্দু অধিকারী, এমনই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শুভেন্দুর সঙ্গে শাহজাহানের সম্পর্ক নিয়ে সরব হয়ে সুকুমার শাহজাহানের সঙ্গে শুভেন্দুর একটি ছবি সামনে এনেছেন। তাঁর দাবি, বিজেপিতে আসতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ইডিকে লাগিয়ে দেন শুভেন্দু। ইডিকে দিয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে।

এবার শাহজাহান কাণ্ডে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল নেতা বলেন, ”যে কোনও এজেন্সির উচিত এই ইস্যুতে শুভেন্দুকেই জেরা করা। ছবিতে শুভেন্দুর সঙ্গেই শাহজাহান শেখকে দেখা গিয়েছে। আসলে শুভেন্দু কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছে। ছবিতে তো শুভেন্দুর সঙ্গেই ওকে দেখা যাচ্ছে। তাহলে এটা ধরে নিতে হচ্ছে, শুভেন্দুর সঙ্গে শাহজাহানের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। পরিচয়, যোগাযোগ ছিল। ফলে শুভেন্দুকেই জেরা করা উচিত।”

কুণালের সংযোজন, “একটা অভিযোগ আসছে, শুভেন্দু নাকি শাহজাহানকে বিজেপিতে যোগ দিতে বলেছিল। আর সেটা হয়নি বলেই ওর পিছনে ইডিকে লেলিয়ে দিয়েছে। তাকে বদনাম করে, তল্লাশি চালিয়ে, আতঙ্ক ছড়িয়ে, হেনস্থা করে বিজেপিতে টানার চেষ্টা হচ্ছে। ফলে এই সবকিছু নিয়ে তদন্ত দরকার। আর ছবি যখন সামনে এসেছে, তখন শুভেন্দুকে তদন্ত থেকে বাদ দেওয়া যাবে না। সিবিআই, ইডি, এনআইএ বিজেপির শাখা সংগঠন। ওদের দিয়েই তো চাপ দেওয়া হয়। এগুলি দিয়েই তো প্ররোচনা ছড়ানো হয়। ফলে শুভেন্দুর যে ছবি দেখা গিয়েছে তাতে শাহাজাহান তদন্তে শুভেন্দুকে অন্তর্ভুক্ত করা হোক।”

spot_img

Related articles

বলছে ঝুট, করছে লুট: সিঙ্গুরে প্রধানমন্ত্রীর মিথ্যার জমিদারিতে বিস্ফোরক কুণাল

বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষের প্রাপ্য দিতে কোনওদিন শোনা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। গোল গোল প্রত্যাশা তৈরি করে...

ছ’মাসের বিরতি! কবে টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরবেন রো-কো জুটি?

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত। এরপর শুরু হবে টি২০ ক্রিকেটের রমরমা। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে...

এভাবে অভ্যর্থনা! মোদির মঞ্চে বাজল সেবাশ্রয়ের গান!

বাংলায় যেভাবে সংগঠন করতে ব্যর্থ বিজেপি তারই প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে গেল নরেন্দ্র মোদির সিঙ্গুরের সভা মঞ্চে। দলের নেতা...

পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের

বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপির নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যে যেন তেন প্রকারে জমি দখলে মরিয়া এবার প্রধানমন্ত্রী...