Sunday, November 9, 2025

শক্তি বাড়ালো ইস্টবেঙ্গল, লাল-হলুদে সই এই বিদেশি ফুটবলারের

Date:

Share post:

শক্তি বাড়ালো ইস্টবেঙ্গল। সূত্রের খবর, লাল-হলুদে সই করে ফেললেন স্প্যানিশ রাইট উইং হাফ ইয়াগো ফালকে সিলভা। বুধবারই তিনি নাকি লাল-হলুদে সই করেছেন এই বিদেশি। কোচ কার্লোস কুয়াদ্রাত আগেই তাঁর পছন্দের কথা জানিয়েছিলেন। সেই মতোই সিদ্ধান্ত নিয়ে নিল ইস্টবেঙ্গল।

প্রথমে ইস্টবেঙ্গল ঠিক করেছিল, সুপার কাপের জন্যই বিদেশিকে সই করাবে। তবে তাদের দেওয়া ১ মাসের চুক্তিতে সায় ছিল না স্প্যানিশ ফুটবলারের। তাই ১ মাস নয় বাকি মরশুমের জন্যই তাঁকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল। সুপার কাপের পরে ফেব্রুয়ারিতে আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু হবে। তাই দ্রুত এই বিদেশিকে কলকাতায় আনতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

৩৪ বছর বয়সি ফালকে খেলেছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্তাসের যুব দলে। সিনিয়র পর্যায়ে রোমা, রায়ো ভায়েকানো, জেনোয়া, তোরিনোর মতো পরিচিত ক্লাবের জার্সি গায়ে চাপিয়েছেন ফালকে। মূলত বাঁ পায়ের ফুটবলার তিনি। দুরন্ত ডজ ও নিখুঁত থ্রু পাস দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। সেটপিস মুভেও বিপক্ষের জাল কাঁপিয়েছেন বহুবার। ২০২২-২৩ মরশুমে কলম্বিয়ার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব আমেরিকা দ্য কালিতে খেলেছেন ফালকে। ম্যানেজমেন্টের ধারণা, স্প্যানিশ ফুটবলারের অন্তর্ভুক্তি দলের শক্তি অনেকটাই বাড়াবে।

সূত্রের খবর, ফালকে যোগ দেওয়ায় ছেড়ে দেওয়া হতে পারে সিভেরিও তোরোকে। তাঁর পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি নয় ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। সুপার কাপের পরেই রিলিজ করা হবে বলে মনে করা হচ্ছে এই স্প্যানিশ স্ট্রাইকারকে।এদিকে, নতুন বিদেশি চূড়ান্ত হওয়ার পর লাল-হলুদের টার্গেট নিখিল পুজারি। হায়দরাবাদের ফুটবলার এই মুহূর্তে জাতীয় দলে রয়েছেন। তাঁকে পেতে যদিও মোটা টাকা ট্রান্সফার ফি প্রয়োজন।

জানা যাচ্ছে, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে অন্তত চার-পাঁচজন ফুটবলার চেয়েছিলেন কুয়াদ্রাত। কিন্তু বাজেট সমস্যায় তা হয়ত হচ্ছে না। বোর্ড মিটিং সারে লাল-হলুদ। ইমামি ও ক্লাব দু’পক্ষই মেনে নিয়েছেন দলে একাধিক বদল দরকার। সুপার কাপের দলে খেলছেন রিজার্ভ দলের একাধিক ফুটবলার। আইএসএল-এর দ্বিতীয় পর্বের আগে তাদের দেখে নিতে চাইছেন কোচ কুয়াদ্রাত। কেরলিয়ান স্ট্রাইকার জেসিন টিকের পাশাপাশি মিডফিল্ডার তন্ময় দাসকেও রেজিস্ট্রেশন করানো হয়েছে। লিয়েনে ছেড়ে দেওয়া হয়েছে মিডফিল্ডার মোবাশির রহমানকে। চেন্নাইয়েন এফসি-তে চলে গিয়েছেন তিনি।

আরও পড়ুন- কেন আফগানিস্তানের বিরুদ্ধে নেই শ্রেয়স-ঈশান? মুখ খুললেন দ্রাবিড়

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...