Wednesday, November 12, 2025

দিল্লিতে রেকর্ড পারদ পতন! আজই রাজধানী শহরে মরসুমের শীতলতম দিন

Date:

Share post:

শীতের (Winter) কামড়ে কার্যত জবুথবু রাজধানী শহর (Delhi)। নতুন বছরের শুরুতেই ঠাণ্ডার (Winter) দাপটে রীতিমতো বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে শুক্রবার দিল্লির পারদ নেমে গিয়েছে ৩.৯ ডিগ্রি সেলসিয়াসে। মৌসম বিভাগের (IMD) তরফে জানানো হয়েছে এটাই এখনও পর্যন্ত দিল্লিতে মরসুমের শীতলতম দিন। পাশাপাশি আবহাওয়া দফতরের (Weather Office) তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার রাজধানী শহরের তাপমাত্রা চলতি মরসুমের গড় তাপমাত্রার তুলনায় ৩ ডিগ্রি কম। বিগত ৫ বছরে এটাই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা।

আইএমডি সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার দিল্লি-এনসিআরেও ঘন কুয়াশার দাপট ছিল। আর সেকারণে বিপর্যস্ত হয় জনজীবন। সূত্রের খবর, এদিন ভোর ৫.৩০ মিনিটে রাজধানী শহরের দৃশ্যমানতা ছিল শূন্য। এদিকে ভারতীয় রেল সূত্রে খবর, এদিনের ঘন কুয়াশার জেরে দিল্লিগামী ২৩টি ট্রেন অনেক দেরিতে চলছে। পাশাপাশি এদিনের আবহাওয়ার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা শূন্যে নেমে এসেছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতেও বিমান পরিচালনায় বড়সড় কোনও প্রভাব পড়েনি। এদিকে শুক্রবারের আইএমডি বুলেটিনে বলা হয়েছে এদিন সকাল ৮.৩০ টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তবে আগামী ৫ দিন দিল্লি-সহ উত্তর ভারতে আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

তবে ভারতের আবহাওয়া দফতরের মতে, শুক্রবার রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারির মধ্যে পাঞ্জাবের কিছু অংশ, হরিয়ানা ও চণ্ডীগড়ের বিচ্ছিন্ন অঞ্চলে সকালে কয়েক ঘন্টার জন্য ঘন কুয়াশা অব্যাহত থাকবে। আগামী দুই দিনের মধ্যে মধ্য ও পূর্ব ভারতের অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 


spot_img

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...