Wednesday, November 12, 2025

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে অভিষেকের মামলা শুনতে রাজি শীর্ষ আদালত

Date:

Share post:

বিচারপতিরা আদালতে তথ্য, প্রমাণ ও সাক্ষীর উপর ভিত্তি করে কেসের রায় ঘোষণা করেন, কিন্তু এই চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে বেশ কিছু বিচারপতিকে এজলাসেই নানা রাজনৈতিক মন্তব্য করতে দেখা গেছে। পাশাপাশি মিডিয়ার সামনেও এমন ভাবে বাইট দিচ্ছেন তাঁরা, যাতে তদন্তকারী সংস্থার প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এই গোটা ঘটনার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার (Justice Abhijit Ganguly and Amrita Sinha) মন্তব্যের বিরোধিতায় ডায়মন্ড হারবারের সাংসদের মামলা শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত (SC)। তবে কোন বেঞ্চে এই মামলা যাবে, তা এখনও জানা যায়নি।

বিগত কিছুদিন ধরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহা রাজ্য সরকার (Government of West Bengal)বিরোধী মামলায় এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এমন কিছু মন্তব্য করছেন যা বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করার পাশাপাশি তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের লোকসভা কেন্দ্রে প্রতিশ্রুতি পূরণের পর থেকেই যেন বেড়ে উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আক্রোশ। তিনি এমন কিছু কথা বলতে শুরু করেন যা একেবারেই অনভিপ্রেত এবং তাঁর এক্তিয়ারের বাইরে বলেই মনে করছে ঘাসফুল শিবির। এই বিষয়ে অভিষেকের মূল বক্তব্য ছিল, আদালতে বা আদালতের বাইরে তাঁর বিষয়ে কোনও মন্তব্যের মাধ্যমে যাতে ইডি বা সিবিআই প্রভাবিত না হয়। পাশাপাশি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি যাতে বিষয়টি নিয়ে পদক্ষেপ করেন, সেই আর্জিও জানিয়েছিলেন অভিষেক। বিরোধীরা এ নিয়ে যত কটাক্ষই করুক না কেন, বিষয়টি যে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা বুঝেই এই মামলাকে নথিভুক্ত করার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। সূত্রের খবর এই মামলা কোন বেঞ্চে যাচ্ছে তা ঠিক করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...