প্রথম ইনিংসে ১৮৮ রান বাংলার, উত্তরপ্রদেশের থেকে ৮২ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড

রঞ্জিট্রফির দ্বিতীয় দিনে শুরুটা ভালো হয়নি বাংলার। দ্বিতীয় দিনের শুরুতে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান বাংলার করণ লাল।

রঞ্জিট্রফির দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৮৮ রান করলো বাংলা। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৪৬ রান উত্তরপ্রদেশের। ৮২ রানে পিছিয়ে তারা। বাংলার হওয়ে ৪৬ রানে অপরাজিত মহম্মদ কাইফ। ৪১ রান শ্রেয়ান্স ঘোষের।

রঞ্জিট্রফির দ্বিতীয় দিনে শুরুটা ভালো হয়নি বাংলার। দ্বিতীয় দিনের শুরুতে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান বাংলার করণ লাল। পরের ওভারেই আউট হয়ে যান ওপেনার শ্রেয়ান্স ঘোষ। শুক্রবার দিনের শেষে তাঁরাই অপরাজিত ছিলেন। ১২ রান করেন করণ । শ্রেয়ান্স করেন ৪১। প্রদিপ্ত প্রামানিক করেন ১ রান। এরপর বাংলা দলের রান সংখ্যা এগিয়ে নিয়ে যান সূরজ এবং কাইফ। কাইফ এবং সূরজ মিলে ৫২ রানের জুটি গড়েন। ৫৭ বলে ২০ রান করেন সূরজ। তিনি আউট হলেও শেষ ব্যাটার ঈশানকে নিয়ে আরও ২৬ রান যোগ করেন কাইফ। বাংলার ইনিংস শেষ হয়ে ১৮৮ রানে।কাইফ অপরাজিত ৪৫ রানে। তাঁর ৭৯ বলের ইনিংসে মারেন দু’টি ছক্কা এবং চারটি চার।ঈশান করেন ১০ রান। উত্তরপ্রদেশের হওয়ে ৮ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ২ উইকেট নেন যশ দয়াল।

জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে উত্তরপ্রদেশ রান ৪৬। দুই ওপেনার সমর্থ সিং (২১) এবং আরিয়ান জুয়াল (২০) ক্রিজে রয়েছেন। বাংলা এখনও ৮২ রানে এগিয়ে রয়েছে। রবিবার সকালে দ্রুত উইকেট তুলে নিতে চাইবে মনোজ তিওয়াড়ির দল। না হলে সমস্যায় পড়বে বঙ্গ ব্রিগেড।

আরও পড়ুন- এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হার ভারতের