Monday, August 25, 2025

এরোব্রিজে ঘন্টার পর ঘন্টা আটকে! বিমান ধরতে গিয়ে ভ.য়াবহ অভিজ্ঞতা রাধিকার

Date:

Share post:

বড়সড় বিপাকে পড়লেন অভিনেত্রী রাধিকা আস্তে (Actress Radhika Apte)। এবার অভিনেত্রীকেই এরোব্রিজের (Aerobridge) মধ্যে আটকে রাখার অভিযোগ এয়ার ইন্ডিগোর (Air Indigo) বিরুদ্ধে। হ্যাঁ, একেবারেই ঠিক শুনেছেন! ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মুম্বাই বিমানবন্দরে +Mumbai Airport)। অভিনেত্রীর অভিযোগ শনিবার তাঁকে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে আটকে রাখে ওই বিমান সংস্থাটি।

ঠিক কী ঘটেছিল? শনিবার মুম্বাই বিমানবন্দরে সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন রাধিকা। তাঁর সকালের বিমান ধরার কথা ছিল। কিন্ত অভিনেত্রী বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে জানানো হয় বিমান ছাড়তে কিছুটা সময় লাগবে। কিন্তু কিছু সময় যে এতখানি দীর্ঘায়িত হবে তা কল্পনাতেও ভাবেননি রাধিকা। তিনি দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকেন মুম্বাই বিমানবন্দরে। কিন্তু কিছুক্ষণ পরেই বিমান সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আনেন তিনি। অভিনেত্রীর দাবি, তিনি ও একদল যাত্রীকে একপ্রকার এরোব্রিজের মধ্যে আটকে রাখা হয়েছিল। পাশাপাশি পর্যাপ্ত পানীয় জলের অভাব ও টয়লেটে পর্যন্ত যেতে দেওয়া হয়নি তাঁদের। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাধিকা।

রাধিকা ইনস্টাগ্ৰামে লিখেছেন, শনিবার সকাল সাড়ে আটটায় আমার উড়ান ছিল। এখন ১০টা ৫০ বাজে এখনও বিমানে উঠতে পারিনি। কিন্তু বিমান সংস্থা আমাদের এরোব্রিজের মধ্যে একপ্রকার বন্দি করে রেখছে। যাত্রীদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষ রয়েছেন। নিরাপত্তাকর্মীরা এরোব্রিদের দরজা খুলছেন না। কেন দরজা খোলা হবে না সেই সম্পর্কিত কোনও যুক্তিও নিরাপত্তা কর্মীদের কাছে ছিল না।

অন্যদিকে, বিমান ছাড়তে দেরির কারণ হিসেবে বলা হয় বিমানের ক্রু বদল হবে। তারপরেই বিমান ছাড়বে। কিন্তু নতুন ক্রু টিম আসেনি। এনিয়ে রাধিকা লিখেছেন, আসলে ওদের ক্রুরা আসেনি। কখন তারা আসবেন তাও তারা বলতে পারছে না। তাই কখন বিমান ছাড়বে তা জানা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন- ‘অমানবিক’ মোদি সরকার! খতিয়ান তুলে ধরে তুলোধ.না তৃণমূলের

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...