গতকাল এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০-২ গোলে হারে ভারতীয় দল। প্রথমার্ধে ভালো খেলেও , দ্বিতীয়ার্ধে রক্ষণের ভুলে দু’দুটি গোল হজম করে ইগর স্টিম্যাচের দল। আর এই হারে হতাশ সুনীল ছেত্রীদের হেডস্যার। কোচের মতে, নিজেদের ভুলের ফুটবলের জন্যই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ভারতীয় দলের প্রথমার্ধের পারফরম্যান্সে স্টিম্যাচ সন্তুষ্ট হলেও দ্বিতীয়ার্ধের খেলায় হতাশ তিনি।

এই নিয়ে ম্যাচের পর ইগর বলেন, ‘‘দুটো গোলই হয়েছে আমাদের ভুলের জন্য। দু’ক্ষেত্রেই রক্ষণের আরও তৎপর থাকা উচিত ছিল। গোলগুলো অস্ট্রেলিয়ার ভাল ফুটবলের সুফল নয়। গোলগুলো আমাদের বিক্ষিপ্ত দায়িত্বজ্ঞানহীন ফুটবলের ফল।’’ এরপরই স্টিম্যাচ আরও বলেন, “ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিন ছিল। শারীরিক ভাবে অস্ট্রেলীয়রা অনেক এগিয়ে। ওরা অনেক কর্নার আদায় করে নিয়েছে। ঘন ঘন কর্নার আমাদের চাপে ফেলে দিয়েছিল। আমরা খেলাটা নিজেদের অর্ধ থেকে বার করতে পারিনি। বল ওদের অর্ধে নিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় পাস খেলতে পারিনি আমরা। অস্ট্রেলিয়া শুধু শক্তিশালী নয়, প্রচুর অভিজ্ঞ দল। ওরা পরিস্থিতি ভাল বুঝতে পারে।”


আরও পড়ুন- আজ সুপার কাপে ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি
