Sunday, November 23, 2025

ঘন কুয়াশাকে উপেক্ষা করেই চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান! গঙ্গাসাগরে জনসমুদ্র

Date:

Share post:

সোমবার মধ্যরাত থেকেই গঙ্গাসাগরে (Gangasagar) শুরু হয়েছে মকর সংক্রান্তির (Makar Sankranti) পুণ্যস্নান। তবে সোমবার সংক্রান্তির দিনেই কাটল তাল। এদিন ভোর থেকেই ঘন কুয়াশার (Fog) জেরে দেখা দিয়েছে বিপত্তি। কুয়াশার চাদরে গোটা রাজ্যের পাশাপাশি মুখ ঢেকেছে গঙ্গাসাগরও (Gangasagar)। এদিন সকালে খারাপ দৃশ্যমানতার জেরে কুয়াশার জেরে প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের সবরকম যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। বন্ধ বাস, ভেসেল ও লঞ্চ পরিষেবা। মুড়িগঙ্গা নদীতে ভোর থেকেই বন্ধ ভেসেল। পাশাপাশি ঘন কুয়াশার জেরে নামখানা পয়েন্টে বন্ধ করে দেওয়া হয় লঞ্চ পরিষেবাও। এছাড়া সাগরমেলা থেকে কচুবেড়িয়ার মধ্যে বন্ধ করে দেওয়া হয় বাস পরিষেবা। পরে কুয়াশা কাটলে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে এদিন সকাল থেকেই পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়ায় মেলামাঠ, কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট নং আটে পুণ্যার্থীদের ঠাসা ভিড় চোখে পড়ে। পুণ্যার্থীদের যাতে কোনোরকম সমস্যা না হয় সেদিকে কড়া নজর প্রশাসনের।

গঙ্গাসাগরে পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ সকাল ৯টা ১৩। যদিও কনকনে ঠান্ডার মধ্যেই রবিবার মাঝরাত থেকে শুরু হয়েছে স্নান। চলবে আজ রাত ১২টা ১৩ পর্যন্ত। সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চলছে কড়া নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী। ড্রোন ওড়ানোর পাশাপাশি, স্পিড বোট ও হোভার ক্রাফটে চড়ে টহল দিচ্ছে পুলিশ ও নৌ-সেনা।

মকর সংক্রান্তি উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও গঙ্গাসাগরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসছেন। মেলামাঠ, কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট এইট ভিড়ে ঠাসা। সোমবার দিনভর পুণ্যার্থীদের যাওয়া আসা চলবে। অন্যদিকে, ঘন কুয়াশায় বিপর্যস্ত বিমান পরিষেবাও। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে একাধিক বিমান। জানা গিয়েছে, রবিবার রাত ১২টা পর্যন্ত ৪১টি উড়ান বাতিল হয়েছে। পাশাপাশি দৃশ্যমানতা কমে যাওয়ায় সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি কোনও বিমান। হাতে গোনা কয়েকটি বিমান উড়েছে। পরে বেলা বাড়তে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।

 

 

 

 

spot_img

Related articles

অপরাধী ধরতে গিয়ে হাইকোর্টে পুলিশ-আইনজীবী ঝামেলা, সোমবার নগরপালের রিপোর্ট নিয়ে আলোচনা

সাইবার অপরাধে (Cyber Crime) অভিযুক্ত এক দম্পতিকে ধরতে তাঁদের পিছু নিয়ে কলকাতা হাইকোর্টে ঢুকে পড়ে গার্ডেনরিচ থানার পুলিশ।...

সোমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণে চমক, জেনে নিন উপস্থিত থাকবেন কারা

রবিতেই প্রধান বিচারপতি পদে মেয়াদ শেষ হচ্ছে বিচারপতি বি আর গভইয়ের। সোমবার দেশের ৫৩-তম প্রধান বিচারপতি (chief justice...

সাগরে নিম্নচাপের মাঝেই শীতের আমেজ ফেরার পূর্বাভাস!

কলকাতায় পারদপতন (Kolkata Temperature) চলছেই , কিন্তু জাঁকিয়ে শীত এখনও না পড়ায় সেভাবে আমেজ উপভোগ করতে পারছে না...

উত্তরাখণ্ডের সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার ১৬১টি জিলেটিন স্টিক! চাঞ্চল্য এলাকায়

দিল্লির লালকেল্লার সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনা কয়েকদিন যেতে না যেতেই এবার উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোড়ায় এক সরকারি স্কুলের...