Sunday, August 24, 2025

মণিপুরে দ্রুত শান্তি ফেরানোই লক্ষ্য! ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে ‘গ্যারান্টি’ রাহুলের

Date:

Share post:

দ্বিতীয় দিনে পড়ল কংগ্রেসের (Congress) ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। সোমবার সাতসকালেই কুয়াশার চাদরে মোড়া পশ্চিম ইম্ফলের (Imphal) সেকমাই গ্রাম থেকে যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন যাত্রার শুরুতেই জনসাধারণের উদ্দেশে রাহুল বলেন, তিনি হিংসা কবলিত মণিপুরে (Manipur) শান্তি (Peace) ফিরিয়ে আনতে চান। পাশাপাশি উত্তর পূর্বের এই রাজ্যের পরিস্থিতি বোঝার জন্য বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। মণিপুরে দুটি জনসভা সেরে আজই নাগাল্যান্ডে পৌঁছবে যাত্রা। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায়ে টানা ৬৭ দিন ধরে ১৪ রাজ্যের মানুষের কাছে পৌঁছবেন রাহুল অ্যান্ড কোং, অতিক্রম করবেন ৬ হাজার ৭১৪ কিলোমিটার পথ। মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ঘুরে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিনের যাত্রাপথে মাঝেমধ্যেই গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারতে দেখা গিয়েছে রাহুলকে।

রবিবারই হিংসা বিধ্বস্ত মণিপুরের থৌবল জেলা থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন রাহুল। পাশাপাশি মণিপুরের গণতন্ত্রকে গলা টিপে হত্যার জন্য বিজেপি ও আরএসএসকে একহাত নেন সোনিয়া তনয়। তিনি সাফ জানান, “২৯ জুনের পর সেই মণিপুর আর নেই। কোনায় কোনায় হিংসা ভরে গিয়েছে। ভাই-বোন, মা বাবা চোখের সামনে মারা গেল। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী আপনার চোখ মোছাতে এলেন না”। তবে মণিপুর থেকে কংগ্রেসের এই যাত্রা শুরু বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

 

 

 

spot_img

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...