Saturday, November 8, 2025

স্বাধীনতা সংগ্রামের ‘অলিখিত’ মহিয়সীদের নিয়ে প্রকাশিত ‘মেদিনীপুরের অন্যান্যরা’

Date:

Share post:

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঘাঁটলে বহু বিপ্লবীর সম্বন্ধে আমরা জানতে পারি যারা নিজের জীবন, পরিবার, শখ ও আল্হাদ ত্যাগ করেছিল শুধুমাত্র দেশের জন্য। কিন্তু এমন অনেকে আছে যাঁরা শুধু নিজের জীবন নয় জীবনের শেষেটুকু দিয়ে সেবা করেছিল দেশের। তবে তাঁদের সম্বন্ধে আমাদের দেশের সাধারণ মানুষ খুব কমই জানেন। এমন অনেক মহিলা ছিলেন যাঁরা নিজের সন্মানটুকু সঁপে দিয়েছিলেন ভারতবর্ষের জন্য। আর সেই মহিয়সীদের কথাই নিজের বই ‘মেদিনীপুরের অনন্যারা’-এ তুলে ধরেছেন লেখক কুমারেশ ঘোষ ও নূপুর ঘোষ।

সোমবার প্রেস ক্লাবে বইটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বইটি প্রকাশ করেন অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সাংবাদিক সুমন ভট্টাচার্য। বইটি নিয়ে বলতে গিয়ে সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ স্বাধীনতা সংগ্রামে যাঁরা উপেক্ষিত ছিল তাঁদের নিয়েই এই বই, যাঁরা নিজের জীবন বিপন্ন করে নিজের শরীর দিয়ে দেশের সেবা করেছেন, যা সহজ কাজ ছিল না। তাঁদের কথাই তুলে ধরা হয়েছে, যা খুবই প্রশংসনীয়।’

বইয়ের লেখক কুমারেশ ঘোষ বলেন, তিনি মেদিনীপুরের ছেলে তাই মেদিনীপুরকে চেনা ও অন্যদের চেনানোই উদ্দেশ্য। মেদিনীপুর এক অপূর্ব কেমিস্ট্রি যেখানে ক্ষুদিরামও ছিলেন, বিদ্যাসাগরও ছিলেন, যাঁরা দুজনেই বিপরীতমুখী। একজন অহিংস আন্দোলনের বিপরীতে গিয়ে আন্দোলন করেন। অপরজন সমাজকে শিক্ষিত করতে গিয়ে শেষে খুবই কষ্টের মধ্যে জীবন কাটান। এরকম অনেক গল্প ও সম্পদ লুকিয়ে আছে মেদিনীপুরের গ্রামে গ্রামে আর তার থেকেই মেদিনীপুরের গল্প তুলে ধরেছেন।

বইয়ের সহলেখিকা নূপুর বলেন, ‘রূপ সাগরে ডুব দিয়ে অরূপ রতন পেয়েছি। যাঁরা এতদিন নিজেদের ধুলো চাপা দিয়ে রেখেছিলো, তাঁদের ওপর থেকে সেই ধুলো সরিয়ে দিতে পেরেছি, সে মহিলাদের জীবন এত দিন ছাই চাপা ছিল আজ সেই ছাই সরিয়ে দেখি এত ছাই চাপা আগুন যা আজ আমরা সকলের সামনে উস্কে দিয়েছি। যাতে সেই উপক্ষিত মহিলাদের কথা সমাজ জানতে পারে।’

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...