Thursday, December 25, 2025

স্বাধীনতা সংগ্রামের ‘অলিখিত’ মহিয়সীদের নিয়ে প্রকাশিত ‘মেদিনীপুরের অন্যান্যরা’

Date:

Share post:

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঘাঁটলে বহু বিপ্লবীর সম্বন্ধে আমরা জানতে পারি যারা নিজের জীবন, পরিবার, শখ ও আল্হাদ ত্যাগ করেছিল শুধুমাত্র দেশের জন্য। কিন্তু এমন অনেকে আছে যাঁরা শুধু নিজের জীবন নয় জীবনের শেষেটুকু দিয়ে সেবা করেছিল দেশের। তবে তাঁদের সম্বন্ধে আমাদের দেশের সাধারণ মানুষ খুব কমই জানেন। এমন অনেক মহিলা ছিলেন যাঁরা নিজের সন্মানটুকু সঁপে দিয়েছিলেন ভারতবর্ষের জন্য। আর সেই মহিয়সীদের কথাই নিজের বই ‘মেদিনীপুরের অনন্যারা’-এ তুলে ধরেছেন লেখক কুমারেশ ঘোষ ও নূপুর ঘোষ।

সোমবার প্রেস ক্লাবে বইটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বইটি প্রকাশ করেন অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সাংবাদিক সুমন ভট্টাচার্য। বইটি নিয়ে বলতে গিয়ে সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ স্বাধীনতা সংগ্রামে যাঁরা উপেক্ষিত ছিল তাঁদের নিয়েই এই বই, যাঁরা নিজের জীবন বিপন্ন করে নিজের শরীর দিয়ে দেশের সেবা করেছেন, যা সহজ কাজ ছিল না। তাঁদের কথাই তুলে ধরা হয়েছে, যা খুবই প্রশংসনীয়।’

বইয়ের লেখক কুমারেশ ঘোষ বলেন, তিনি মেদিনীপুরের ছেলে তাই মেদিনীপুরকে চেনা ও অন্যদের চেনানোই উদ্দেশ্য। মেদিনীপুর এক অপূর্ব কেমিস্ট্রি যেখানে ক্ষুদিরামও ছিলেন, বিদ্যাসাগরও ছিলেন, যাঁরা দুজনেই বিপরীতমুখী। একজন অহিংস আন্দোলনের বিপরীতে গিয়ে আন্দোলন করেন। অপরজন সমাজকে শিক্ষিত করতে গিয়ে শেষে খুবই কষ্টের মধ্যে জীবন কাটান। এরকম অনেক গল্প ও সম্পদ লুকিয়ে আছে মেদিনীপুরের গ্রামে গ্রামে আর তার থেকেই মেদিনীপুরের গল্প তুলে ধরেছেন।

বইয়ের সহলেখিকা নূপুর বলেন, ‘রূপ সাগরে ডুব দিয়ে অরূপ রতন পেয়েছি। যাঁরা এতদিন নিজেদের ধুলো চাপা দিয়ে রেখেছিলো, তাঁদের ওপর থেকে সেই ধুলো সরিয়ে দিতে পেরেছি, সে মহিলাদের জীবন এত দিন ছাই চাপা ছিল আজ সেই ছাই সরিয়ে দেখি এত ছাই চাপা আগুন যা আজ আমরা সকলের সামনে উস্কে দিয়েছি। যাতে সেই উপক্ষিত মহিলাদের কথা সমাজ জানতে পারে।’

spot_img

Related articles

এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা! উন্নাও-এর নির্যাতিতাকে ওমপ্রকাশের উপহাসের তীব্র নিন্দা অভিষেকের

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পুলিশের এনকাউন্টারে মৃত মাওবাদী শীর্ষনেতা গণেশ, মাথার দাম ছিল ১ কোটি

এক মাওবাদী শীর্ষনেতা ( Moist leader) মাডবী হিডমাকে এনকাউন্টার করার এক মাসের মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টার...

আবার দুই বিজেপি-রাজ্য: বড়দিন উদযাপনে হামলা বজরং দলের

ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলার ঘটনা থেকে নিস্তার নেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরও। একাধিক বিজেপি রাজ্যে বারবার প্রমাণিত হয়েছে এই...

আবার রাম থেকে বামে মিঠুন চক্রবর্তী? সহাস্যে কী বললেন বিচারক

হুগলির নিম্ন আদালতে মামলার শুনানি। হাজির সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Ch)! চলতি বছরেই একটি ঘটনাকে কেন্দ্র করে...